ভুয়ো ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে জার্মানি যাওয়ার চেষ্টা করার অভিযোগে ধৃত এক বাংলাদেশি নাগরিক। শুক্রবার সকালে দমদম বিমানবন্দরে ধরা পড়েন তিনি। ধৃতের বিরুদ্ধে জাল নথি তৈরি এবং অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে মামলা রুজু করেছে বিমানবন্দর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের আসল নাম সৌমিক বড়ুয়া। তিনি বাংলাদেশি পাসপোর্টধারী। তবে দমদম বিমানবন্দর থেকে জার্মানি যাওয়ার সময়ে ইমিগ্রেশন চেকিংয়ে তিনি বিভাস রায় নামে একটি ভারতীয় পাসপোর্ট দেখান।
সন্দেহ হওয়ায় আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ শুরু করেন। তখনই সৌমিকের কাছে একটি বৈধ বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়, যেখানে তার আসল পরিচয় উল্লেখ রয়েছে। দুই পাসপোর্টের ছবির সঙ্গে মিল থাকায় ঘটনা ফাঁস হয়ে যায়। এরপরই সৌমিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইমিগ্রেশন আধিকারিকরা। সন্তোষজনক উত্তর না মেলায় তাঁকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার ধৃতকে বারাকপুর আদালতে পেশ করা হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, সৌমিক অনেক আগেই বৈধ ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তিনি আর বাংলাদেশে ফিরে না গিয়ে, দেশের মধ্যে থেকেই কোনও জালিয়াত চক্রের সাহায্যে একটি ভুয়ো ভারতীয় পরিচয় তৈরি করেন। বিভাস রায় নামে ওই ভুয়ো পরিচয়ের মাধ্যমে তিনি ভারতীয় নাগরিক হিসেবে বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন।
এই ঘটনায় জাল পাসপোর্ট চক্রের সঙ্গে সৌমিকের কোনও সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। ইতিমধ্যেই কলকাতা পুলিশ জাল পাসপোর্ট কাণ্ডে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। সৌমিকের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ রয়েছে কি না, তা জানতেই তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন গোয়েন্দারা। পুলিশ জানিয়েছে, এই ঘটনার নেপথ্যে থাকা জালিয়াত চক্রকে চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।