• বিষ্ণুপুরে জাতীয় হ্যান্ডলুম দিবস পালন, বালুচরি শিল্পীদের সংবর্ধনা
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: বৃহস্পতিবার বিষ্ণুপুরের সরকারি কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে জাতীয় হ্যান্ডলুম দিবস পালন করা হয়। ওই উপলক্ষ্যে এদিন বিষ্ণুপুরের বেশ কয়েকজন প্রবীণ বালুচরি শিল্পীকে সংবর্ধনা দেওয়া হয়। রাজ্য সরকারের হ্যান্ডলুম, টেক্সটাইল ও এমএসএমই দপ্তর এবং বহরমপুর টেক্সটাইলস কলেজের সহযোগিতায় ওই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ, বাঁকুড়া জেলা হ্যান্ডলুম আধিকারিক শুভাশিস বক্সি, কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ তন্ময় ঘোষ প্রমুখ। বিষ্ণুপুরের যে সমস্ত প্রবীণ শিল্পী বহু বছর ধরে বালুচরিকে এগিয়ে নিয়ে এসেছেন, তাঁরা বিশেষ সম্মান পাওয়ায় আপ্লুত হন।

    মহকুমা শাসক বলেন, স্বদেশি আন্দোলনে সবচেয়ে বেশি বিদেশি কাপড় বর্জন করা হয়েছিল। হাতে বোনা বস্ত্র পরার মাধ্যমে ব্রিটিশদের মোক্ষম জবাব দেওয়া হয়েছিল। ৭ আগস্ট আন্দোলন শুরু হওয়ায় এই দিনটিকে ‘জাতীয় হ্যান্ডলুম দিবস’ আখ্যা দেওয়া হয়। বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে বালুচরির উৎকর্ষ কেন্দ্র তৈরি হয়েছে। সেখানে শিল্পীরা উন্নত মানের বালুচরি তৈরি করছেন। এই দিনটিতে বালুচরি সহ সমস্ত হ্যান্ডলুম শিল্পীকে আমরা সম্মান জানাই। 

    বিধায়ক বলেন, আমাদের মুখ্যমন্ত্রী বিষ্ণুপুরের তাঁতশিল্পীদের জন্য অনেক প্রকল্প তৈরি করেছেন। আধুনিক ডিজাইন সেন্টার তৈরি করা হয়েছে। সরকার অধীনস্থ সংস্থায় শিল্পীদের কাছ থেকে সরাসরি বালুচরি কেনার ব্যবস্থা হয়েছে। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা তাঁরা পাচ্ছেন। বালুচরি সহ সমস্ত তাঁতশিল্পীদের পাশে আমরা রয়েছি। 

    হ্যান্ডলুম অফিসার বলেন, ভারতে তাঁতশিল্প বহু পুরনো। তার মধ্যে বালুচরিতে প্রতিটি নকশায় ইতিহাস পাওয়া যায়। আমাদের মুখ্যমন্ত্রী তাঁতশিল্পীদের সুবিধার্থে ২০২৪ সালে ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডলুম অ্যান্ড খাদি উইভার ফিনান্সিয়াল বেনিফিট স্কিম চালু করেছেন। এছাড়াও তাঁতশিল্পীদের জন্য পেনশন ও সাবসিডি স্কিম রয়েছে। তাঁরা সেই সুবিধা পাচ্ছেন। অধ্যক্ষ বলেন, ২০১৫সাল থেকে প্রতিবছর ৭আগস্ট জাতীয় হ্যান্ডলুম দিবস পালন করা হচ্ছে। এবার ১১তম দিবস পালিত হচ্ছে। ওই উপলক্ষ্যে এদিন আমাদের কলেজে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে প্রবীণ বালুচরি শিল্পীদের সংবর্ধনা দেওয়া হয়। হ্যান্ডলুমের তাৎপর্য নিয়ে আলোচনা হয়।
  • Link to this news (বর্তমান)