যানজট রুখতে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজান হচ্ছে বেলডাঙায়
বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
সংবাদদাতা, বহরমপুর: বেলডাঙা শহরের যান নিয়ন্ত্রণ ব্যবস্থার খোলনলচে বদলে ফেলা হচ্ছে। পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে বেলডাঙা পুরসভা এলাকায় ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল বসানো হচ্ছে। পাশাপাশি রেকলেস ড্রাইভিং, এলাকা যানজট মুক্ত করতে স্টপ লাইন, জেব্রা ক্রসিং, রোড মার্কিং করা হচ্ছে। বেলডাঙা পুরকর্তৃপক্ষ, রাজ্য পুর্তদপ্তর ও বেলডাঙা থানার উদ্যোগেই হচ্ছে সমস্ত কাজ। বেঁধে দেওয়া নিয়ম অমান্য করলে পথচারী থেকে শুরু করে যানবাহন চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেই স্পষ্ট জানানো হয়েছে। স্পট ফাইনও করা হবে। বেলডাঙা পুরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায় বলেন, বেলডাঙা শহরে ট্রাফিক নিয়ন্ত্রনের জন্য পুরসভার পক্ষ থেকে অস্থায়ী কর্মীদের প্রশিক্ষণ দিয়েই পথে নামানো হয়েছে। ট্রাফিক আইন ভাঙার প্রবনতা বাড়ায় শহরে যানজটের পাশাপাশি দুর্ঘটনা বাড়ছে। তাই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
বেলডাঙা শহরের উপর দিয়েই গিয়েছে ব্যস্ততম ১২ নম্বর জাতীয় সড়ক। আমতলা, নওদা থেকে বেলডাঙা বহরমপুর যাত্রীবাহী বাস পরিষেবা সহ চলে প্রচুর সংখ্যায় অটো, টোটো, ট্রেকার। বাইক, ছোট গাড়ি, যাত্রীবাহী পরিবহনের সংখ্যা বাড়ায় শহরের বেশ কয়েকটি জায়গা রোজ যানজটের কবলে পড়ে। সাধারণ মানুষকে তার দুর্ভোগ পোহাতে হয়। বাড়ছে দুর্ঘটনা। সব দিক খতিয়ে দেখে এবার শহরের ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে প্রশাসন ও পুরকর্তৃপক্ষ।
বৃহস্পতিবার শহরের ট্রাফিক ব্যবস্থার হাল হকিকত খতিয়ে দেখতে পুলিস, পুর্ত দপ্তরকে সাথে নিয়ে পথে নামে পুর কর্তৃপক্ষ। বড়ুয়া মোড়, ফুলবাসতলা মোড়, ছাপাখানা, পাঁচরাহা মোড় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা চিহ্নিত করা হয়েছে। এই জায়গাগুলিতেই স্বয়ংক্রিয় বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যাল বসানো হচ্ছে। ট্রাফিকের দু’দিকে দেওয়া হবে স্টপ লাইন সীমারেখা। প্রয়োজন অনুসারে জায়গায় জায়গায় জেব্রা ক্রসিং, রাম্বেল স্ট্রিকার (আলো পড়লে প্রতিফলিত হয়) বোর্ড। গাড়ি পার্কিংয়ের জন্য রাস্তার দু’পাশ সাদা রঙে মার্কিং করা হবে। পুর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অরূপ সরকার বলেন, স্টপ লাইন, জেব্রা ক্রসিং, রোড মার্কিং পুর্ত দপ্তরের পক্ষ থেকে করে দেওয়া হবে। এরফলে যানজট নিয়ন্ত্রনের পাশাপাশি দুর্ঘটনাও কমবে। জেলা পুলিসের পক্ষ থেকে বসানো হবে বৈদ্যুতিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল। পুরসভা কর্তৃপক্ষ অনেক আগেই শহরকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে এসেছে। বেলডাঙা পুরসভার কন্ট্রোল রুমে বসেই নজরদারি চালানো হয়। দুর্গাপুজোর আগেই বেলডাঙা শহরের ট্রাফিকিং ব্যবস্থা খোলনলচে বদলে ফেলা হবে বলেই জানা গিয়েছে। শহরের ট্রাফিক ব্যবস্থার আধুনিকিকরণ হওয়ায় খুশি পুর নাগরিকরা। -নিজস্ব চিত্র