• সুবর্ণরেখা জল প্রকল্পে পাইপ পাতা শুরু, খুশি ঝালদাবাসী
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: অবশেষে সুবর্ণরেখা জল প্রকল্পের পাইপ লাইনের কাজ শুরু হল ঝালদায়। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গত মে মাসে প্রকল্প বাস্তবায়নের জন্য মাপজোক শুরু হয়। যদিও তারপর থেকে টানা বৃষ্টির জেরে কাজ থমকে ছিল। অবশেষে পাইপ লাইন পাতার কাজ শুরু হওয়ায় স্বস্তিতে ঝালদাবাসী। জল প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আশায় বুক বাঁধতে শুরু করেছেন বাসিন্দারা।

    দীর্ঘ এক দশক ধরেই সুবর্ণরেখা জল প্রকল্পের কথা কেবল শুনেই আসছিলেন বাসিন্দারা। প্রতি নির্বাচনেই শাসকদল এই প্রকল্পকে নির্বাচনের গাজর হিসেবে ব্যবহার করে এসেছেন। যদিও প্রকল্প বাস্তবায়িত না হওয়ায় বাসিন্দারাও হতাশ হচ্ছিলেন। ক্ষোভ উগরে দিচ্ছিলেন ব্যালটে। গত লোকসভা নির্বাচনেও ঝালদা শহরে প্রায় ছ’হাজার ভোটে পিছিয়ে যায় তৃণমূল। আগামী বছর বিধানসভা নির্বাচনেও যাতে শাসক দলের এই হাল না হয়, সেই কারণে জল প্রকল্পটির বাস্তবায়ন অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। প্রকল্পের বাস্তবায়নে আদাজল খেয়ে নেমেছিলেন বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাত, পুরপ্রধান সুরেশ আগরওয়াল। বিধায়ক নিজে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এনিয়ে তদ্বির করেন। প্রকল্পের গুরুত্ব কতখানি, তা বোঝেন মুখ্যমন্ত্রীও। তাঁর নির্দেশেই প্রকল্পের জন্য প্রায় ৪০ কোটি টাকা বরাদ্দ করে এমইডি। যদিও তারপর থেকে সুবর্ণরেখা দিয়ে বহু জল বয়ে যায়। প্রকল্প পড়ে থাকে বিশ বাঁও জলেই।

    ঝালদা পুরসভা সূত্রের খবর, বিভিন্ন জটিলতার কারণে এই প্রকল্পের টেন্ডার অন্তত আটবার বাতিল হয়েছে। অবশেষে গত মে মাসে মহারাষ্ট্রের একটি নির্মাণকারী সংস্থাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে প্রায় ১৯ কোটি ৯ লক্ষ ৭০ হাজার টাকার টেন্ডার হয়েছে। যদিও ওয়ার্ক অর্ডার পাওয়ার পরেও কাজ শুরু না হওয়ায় চিন্তায় ছিলেন বাসিন্দারা।

    পুরপ্রধান বলেন, অতিবৃষ্টির কারণেই কাজ শুরু করতে পারছিলাম না। সপ্তাহ খানেক হল কাজ শুরু হয়েছে। এবার থেকে দ্রুতগতিতেই কাজ চলবে। বিধায়ক বলেন, এই জল প্রকল্প অত্যন্ত প্রয়োজনীয় ছিল। বিভিন্ন জটিলতা কাটিয়ে অবশেষে প্রকল্পের কাজ শুরু হল। এর জন্য মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ঝালদা থেকে ১২ কিলোমিটার দূরে তুলিন এলাকায় সুবর্ণরেখা থেকে জল উত্তোলন করা হবে। ঝালদা ও তুলিনের মাঝে খাটজুড়িতে জল পরিশোধনকেন্দ্র গড়া হবে। তারপর সেই জল পাইপ লাইনের মাধ্যমে শহরের ওভারহেড ট্যাঙ্কে পৌঁছবে। শহরে দু’টি নতুন ওভারহেড ট্যাঙ্ক তৈরি হবে। বাসিন্দারা বলেন, প্রকল্পের কাজ তাড়াতাড়ি শেষ হলে সুবিধা হবে।

    উল্লেখ্য, ঝালদা শহরে দীর্ঘদিন ধরে জলের সমস্যা রয়েছে। সমস্যা সমাধানে বাম আমলে ঝালদা শহরে মুরগুমা জল প্রকল্প চালু হয়। মুরগুমা জলাধার থেকে পাইপ লাইনের মাধ্যমে ঝালদা শহরজুড়ে জল সরবরাহ করে পুরসভা। কিন্তু, প্রায়ই জল সরবরাহ বিঘ্নিত হয় বলে অভিযোগ। তীব্র গরমে শহরের বহু এলাকা টানা দু’-চারদিন নির্জলা থেকেছে, সেই নজিরও রয়েছে। পুর কর্তৃপক্ষের দাবি, যত দিন গিয়েছে, তত শহরের পরিসর বেড়েছে। জনসংখ্যাও বেড়েছে। ফলে, বাম আমলের মুরগুমা প্রকল্পের জলে শহরবাসীর আর প্রয়োজন মিটছে না। সেই কারণে দীর্ঘদিন ধরেই নতুন জল প্রকল্পের দাবি উঠছিল। অবশেষে প্রকল্পের কাজ শুরু হওয়ায় খুশি বাসিন্দারাও।  ঝালদায় চলছে পাইপ পাতার কাজ। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)