শিলিগুড়ির শিবমন্দির সার্ভিস রোডে ঢুকতে বাধা, একবেলা পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ সিটি অটোচালকদের
বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
সংবাদদাতা, বাগডোগরা: সিটি অটো সার্ভিস রোডে ঢুকতে না দেওয়ায় পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন কয়েকশো চালক। বৃহস্পতিবার এমন ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় শিবমন্দির সংলগ্ন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের সামনে।
শিবমন্দিরকে যানজট মুক্ত করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে বাগডোগরা ট্রাফিক গার্ড। শিবমন্দির বাসস্ট্যান্ড ও আন্ডারপাস এলাকায় যানজটের কারণে দুর্বিষহ পরিস্থিতি সাধারণ মানুষের। তাই পথ যানজট মুক্ত করতে বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে এশিয়ান হাইওয়ের সার্ভিস রোডে ঢুকতে দেওয়া হচ্ছিল না সিটি অটোগুলিকে। এতেই ক্ষোভে ফেটে পড়েন চালকরা। বাগডোগরা, শিবমন্দির, মাটিগাড়া, মেডিক্যাল সহ বিভিন্ন এলাকার অটোচালকরা এদিন একবেলা পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ দেখান। এশিয়ান হাইওয়ের দু’ধারে সিটি অটো দাঁড় করিয়ে রাখেন চালকরা। আচমকা এই আন্দোলনের ফলে হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের। অটো না মেলায় দীর্ঘক্ষণ রাস্তার ধারেই দাঁড়িয়ে থাকেন তাঁরা।
অটোচালকদের অভিযোগ,হাইওয়েতে টোটো নিষিদ্ধ হলেও যেতে দেওয়া হচ্ছে। অথচ সিটি অটো আটকে দিচ্ছে ট্রাফিক পুলিস। এর প্রতিবাদে এদিন তাঁরা একবেলা যাত্রী পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ দেখান।
এদিকে, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন বাগডোগরা ট্রাফিক গার্ডের ওসি স্বপন রায়। আসে মাটিগাড়া থানার পুলিস। মেডিক্যাল সিটি অটো সিন্ডিকেটের পক্ষে জগদীশ রায় বলেন, হাইওয়েতে টোটো নিষিদ্ধ থাকলেও দিব্যি তাদের যেতে দিচ্ছে পুলিস। আমরা নির্দিষ্ট সময় অন্তর ট্যাক্স দিচ্ছি। গাড়ির বিমা ও ফিটনেস করিয়ে যাত্রী পরিষেবা দিলেও হয়রানির শিকার হতে হচ্ছে। অটোচালক সঞ্জীবন দাস বলেন, প্রায় এভাবে হেনস্তা করছে পুলিস। অটোর নম্বর প্লেটের ছবি তুলে চালান কেটে দিচ্ছে। সার্ভিস রোডে গাড়ি না ঢুকলে যাত্রী পাওয়া যাবে না। তাই আমাদের এই প্রতিবাদ।
যানজট হতে থাকায় বাধ্য হয়ে পুলিস সমস্ত অটোকে সার্ভিস রোডে ঢুকতে অনুমতি দেয়। বাগডোগরা ট্রাফিক গার্ডের ওসি বলেন, শিবমন্দির এলাকা যানজট মুক্ত করতে স্থানীয় পঞ্চায়েত প্রধান, ব্যবসায়ীদের সঙ্গে সম্প্রতি বৈঠক করা হয়েছিল। তখনই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন আচমকা সিটি অটো চালকরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে আপাতত গাড়িগুলিকে যেতে দেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত বৈঠক করে নেওয়া হবে। নিজস্ব চিত্র।