• পাশে আইসি, নতুন হকি স্টিক পেল জল্পেশ লক্ষ্মীকান্ত হাইস্কুলের পড়ুয়ারা
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
  • সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: ময়নাগুড়ির জল্পেশ লক্ষ্মীকান্ত হাইস্কুলের হকি খেলোয়াড়দের বৃহস্পতিবার হকি স্টিক দিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। এদিন আইসি স্কুলে এসে ছাত্রছাত্রীদের বেশকিছু হকি স্টিক তুলে দেন। 

    স্কুল সূত্রে জানা গিয়েছে, বিদ্যালয়ের ৬৫ জন ছাত্রছাত্রী হকির প্রশিক্ষণ নেয়। স্কুলের মাঠে শারীরশিক্ষার শিক্ষক শুভেন্দু বিশ্বাস তাদের প্রশিক্ষণ দেন। 

    এই হাইস্কুল ১৯৫০ সালে শুরু হয়। এখন পড়ুয়া ১ হাজার ৭০০ জন। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান এবং কলা বিভাগে পঠনপাঠনের সুযোগ রয়েছে। ২৫ জন স্থায়ী শিক্ষক-শিক্ষিকা ছাড়াও একজন করে গ্রন্থাগারিক এবং ক্লার্ক আছেন। পার্শ্ব শিক্ষক ৯ জন। এছাড়া ভোকেশনাল কোর্স ও কম্পিউটারের শিক্ষকও রয়েছেন। 

    হাইস্কুলে হকি প্রশিক্ষণ শুরু হয়েছে ২০২৪ সাল থেকে। অল্প দিনের প্রশিক্ষণ পেয়ে এই শিক্ষাপ্রতিষ্ঠান জেলার স্কুল স্তরের জওহরলাল নেহেরু হকি টুর্নামেন্টে ছেলে এবং মেয়েদের বিভাগে রানার্স হয়েছে। 

    শারীরশিক্ষার শিক্ষক বলেন,আমাদের বিদ্যালয়ের মেয়েরা এবার কলকাতায় যাবে রাজ্য স্তরের প্রতিযোগিতায়। সেখানে ১৬ জন ছাত্রী অংশগ্রহণ করবে। এছাড়াও স্কুলের ২০ জন ছাত্রছাত্রী রাজ্য স্কুল গেমসে যাবে। এ বছর স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধক ছিলেন ময়নাগুড়ি থানার আইসি। সেসময় তৎকালীন টিআইসি এবং আমি আইসি’র কাছে হকি স্টিক দেওয়ার জন্য আবেদন রেখেছিলাম। এদিন তিনি ১৩টি হকি স্টিক আমাদের দিয়েছেন।

    স্কুলের টিআইসি রত্না অধিকারী বলেন,আমরা চাই স্কুলের ছেলেমেয়েরা যেমন পড়াশোনায় উন্নতি করছে, খেলাধুলোতেও সুনাম অর্জন করুক। ময়নাগুড়ি থানার আইসি বলেন, কয়েকমাস আগে স্কুলে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম। সেদিন হকি স্টিকের জন্য কর্তৃপক্ষ আবেদন রেখেছিল। কিছু হকি স্টিক কিনে এদিন খেলোয়াড়দের দিয়েছি। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)