সংবাদদাতা, দিনহাটা: ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল দিনহাটার নাজিরহাট-২ গ্রাম পঞ্চায়েতে। বৃহস্পতিবার সকালে পরপর চার বিজেপি নেতা-কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আক্রান্ত বিজেপি নেতৃত্বের অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসকদল।
বিজেপির অভিযোগ, এদিন সকালে নাজিরহাট-২ পঞ্চায়েতের কয়েকটি বাড়িতে একযোগে হামলা চালায় একদল দুষ্কৃতী। হামলার শিকার হন পঞ্চায়েত সদস্যা তথা বিজেপি নেত্রী যূথিকা বর্মন, দলের ৬ নম্বর মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী মলিনা বর্মন, দলীয় কর্মী জিতেন্দ্রনাথ বর্মন এবং প্রাক্তন মণ্ডল সভাপতি তরণীকান্ত বর্মন। চারজনের বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। কয়েকটি বাড়িতে লুটপাটও হয়েছে বলে দাবি স্থানীয়দের।
এই ঘটনার পরই যূথিকা সরাসরি আঙুল তোলেন তৃণমূলের দিকে। তিনি বলেন, এদিন সকাল ৮টা নাগাদ মদনমোহন বর্মনের নেতৃত্বে একদল দুষ্কৃতী আচমকা চড়াও হয় আমার বাড়িতে। তারা শুধু ঘরবাড়ি ভাঙচুর করেই থামেনি, আমার বৃদ্ধা মা, ভাই এবং বউদিকে মারধর করেছে। ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করেছে। বিজেপিকে কোণঠাসা করতে এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, চারজনের বাড়িতে একযোগে হামলা চালিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে এটি ব্যক্তিগত শত্রুতা নয়, রাজনৈতিক পরিকল্পনার অঙ্গ।
সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। দলের নাজিরহাট-২ অঞ্চলের সভাপতি মদনমোহন বর্মন বলেন, ঘটনার সময় আমরা সকলে বামনহাটে ব্লক সভাপতির বাড়িতে একটি দলীয় বৈঠকে ছিলাম। বিজেপি নিজেদের দলীয় কোন্দল আড়াল করতে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে। কে বা কারা হামলা চালিয়েছে, আমাদের জানা নেই। তবে এটা স্পষ্ট, বিজেপির মধ্যে মতানৈক্য থেকেই এই ভাঙচুর হয়েছে।
এর আগেও যূথিকার বাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। ফের একবার তাঁর বাড়ি লক্ষ্য করে আক্রমণ হওয়ায় দলের কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। নিজস্ব চিত্র।