• রেড রোডের কুচকাওয়াজে অংশ নিতে কলকাতা গেল রামকৃষ্ণ মিশনের ছাত্ররা
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, মালদহ: স্বাধীনতা দিবসে কলকাতার রেড রোডের কুচকাওয়াজে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্ররা। এই প্রথম ৮১ বছরের পুরনো এই স্কুল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রেড রোডের মার্চপাস্টে অংশগ্রহণের আমন্ত্রণ পাওয়ায় উচ্ছ্বসিত ছাত্র, অভিভাবক এবং শিক্ষকরা। বৃহস্পতিবার ট্রেনে কলকাতার উদ্দেশে রওনা হয় ওই স্কুলের ৩৯ জন ছাত্র। সঙ্গে গিয়েছেন দু’জন শিক্ষকও। মালদহ টাউন স্টেশনে ওই ছাত্র ও শিক্ষকদের ট্রেনে তুলে দিতে হাজির হন জেলা শিক্ষাদপ্তর (মাধ্যমিক) এবং সমগ্র শিক্ষা মিশনের জেলা আধিকারিকরা।

    মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক স্বামী তাপহরানন্দজী মহারাজ বলেন, সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে অতি সম্প্রতি আমাদের জানানো হয় এই স্কুলের ছাত্রদের ১৫ আগস্ট কলকাতার রেড রোডে প্যারেডে অংশগ্রহণ করতে হবে। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনরা থাকবেন। এই সুযোগ পাওয়ায় আমরা গর্বিত। লেখাপড়ায় রাজ্যে আমরা একাধিক বার সাফল্যের নজির গড়েছি। কিন্তু স্বামী বিবেকানন্দ বলতেন, লেখাপড়ার পাশাপাশি শরীর ও চরিত্র গঠন অত্যন্ত জরুরি। আমাদের ছাত্ররা তাদের মেধা অনুশীলনের পাশাপাশি কুচকাওয়াজ সহ অন্যান্য কর্মকাণ্ডেও নিয়মিত যুক্ত থাকে। আমাদের দৃঢ় বিশ্বাস, এই প্যারেডেও তাদের দক্ষতা আলাদাভাবে ফুটে উঠবে।

    ১৫ আগস্টের এই প্যারেডের মহড়া চলবে সাতদিন। তাই এদিনই বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্ররা কুলিক এক্সপ্রেসে কলকাতায় গিয়েছে। স্টেশনে দাঁড়িয়ে এই স্কুলের দশম শ্রেণির ছাত্র অরিত্র ঝা বলে, এতদিন টিভিতে রেড রোডের প্যারেড দেখেছি। এবার ওই কুচকাওয়াজে অংশগ্রহণ করতে চলেছি ভেবে উত্তেজনা হচ্ছে। দলগতভাবে সেরাটা দেওয়ার চেষ্টা করব।  

    মালদহ জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাস বলেন, শুধু ওই স্কুলের ক্ষেত্রেই নয়, রেড রোডের মর্যাদাপূর্ণ প্যারেডে বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্রদের এই মনোনয়ন মালদহ জেলার জন্য অত্যন্ত গর্বের। আমরা ওই ছাত্র ও শিক্ষকদের ইতিমধ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি। 

    সমগ্র শিক্ষা মিশন সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পাশাপাশি মুর্শিদাবাদের মহারানি কাশীশ্বরী বালিকা বিদ্যালয় এবং নদীয়ার মুড়াগাছা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা এই প্যারেডে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।

    পাশাপাশি, সাতটি স্কুলের পড়ুয়ারা ওই অনুষ্ঠানে সাংস্কৃতিক দক্ষতা তুলে ধরবে। তার মধ্যে চারটি স্কুলই উত্তরবঙ্গের। এর মধ্যে রয়েছে আলিপুরদুয়ারের নিউটাউন উচ্চ বালিকা বিদ্যালয়, কোচবিহার জেলার রামভোলা উচ্চ বিদ্যালয়, জলপাইগুড়ির রাজগঞ্জ এমএন উচ্চ বিদ্যালয় এবং দার্জিলিং জেলার রামকৃষ্ণ বয়েজ হাইস্কুল।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)