কমিটিতে রাখবেন না, দলকে বার্তা অভিমানী পদ্ম বিধায়কের
বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
রবীন রায়, আলিপুরদুয়ার: আগামী রবি বা সোমবারের মধ্যে বিজেপির আলিপুরদুয়ার জেলা কমিটি ঘোষণা হওয়ার কথা। তাঁকে যেন দলের জেলা কমিটিতে রাখা না হয়, কমিটি ঘোষণার আগেই এই বার্তা দিয়েছেন বিজেপির কুমারগ্রামের অভিমানী বিধায়ক মনোজ ওরাওঁ। মনোজের এই বার্তায় গেরুয়া শিবিরের অন্দরে প্রবল গুঞ্জন ছড়িয়েছে।
কিন্তু বিধায়ক মনোজ কেন দলের জেলা কমিটিতে থাকতে চাইছেন না? বিজেপি আগেই দলের আলিপুরদুয়ার জেলা সভাপতি হিসেবে মিঠু দাসের নাম ঘোষণা করেছিল। জেলা সভাপতি হতে না পারার জন্য সেই সময় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মনোজ। রাজনৈতিক মহলের জল্পনা,দলের জেলা সভাপতি না হতে পারার কারণেই কি এবার জেলা কমিটিতে থাকতে চাইছেন না মনোজ?
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বলেন, আগামী রবিবার বা সোমবারের মধ্যে জেলা কমিটি ঘোষণা হওয়ার কথা। তবে দলীয় বিধায়কদের জেলা কমিটিতে রাখা হবে কি না বা মনোজবাবু দলকে কী বার্তা দিয়েছেন, সেটা দলের জেলা সভাপতিই ভালো বলতে পারবেন।
যদিও জেলা সভাপতি মিঠু দাস বলেন, দলের জেলা কমিটিতে কারা থাকবেন, এ নিয়ে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। এটা রাজ্য থেকেই ঠিক করা হয়।
অন্যদিকে, মনোজ বলেন, দলের জেলা কমিটিতে থাকার জন্য আমাকে বলা হয়েছিল। কিন্তু দলকে জানিয়ে দিয়েছি জেলা কমিটিতে থাকতে চাই না। জেলা সভাপতি না হতে পারার অভিমান বা গোঁসা থেকেই কী দলের জেলা কমিটিতে থাকতে চাইছেন না? মনোজের প্রতিক্রিয়া, ওই অধ্যায় এখন অতীত। এনিয়ে এখন বিতর্কের কোনও অবকাশ নেই। আসলে সামনেই বিধানসভার ভোট। ভোটের কারণে নিজের বিধানসভা এলাকায় পুরো সময় দিতে চাইছি। তাই দলের জেলা কমিটিতে থাকতে চাইছি না বলে নেতৃত্বকে জানিয়ে দিয়েছি।
বিজেপির জাতীয় পরিষদের সদস্য প্রাক্তন জেলা সভাপতি গুণধর দাস বলেন, ছাব্বিশের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে মনোজবাবু নিজের বিধানসভা এলাকায় পুরো সময় দিতে চাইছেন। সেটাই দলকে জানিয়েছেন । এনিয়ে কেন অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে, বুঝতে পারছি না।
এদিকে, দলের জেলা কমিটিতে কারা থাকছেন, তা নিয়ে বিজেপির অন্দরে জোর জল্পনা শুরু হয়েছে। দলীয় সূত্রে খবর, এবার জেলা কমিটিতে দলের পুরনো মুখদের অনেকেই থাকতে পারেন। নতুনদের দাপটে তাঁরা কার্যত এতদিন কোণঠাসা ছিলেন। মনোজ ওরাওঁ।