• এনবিএসটিসি’র ঠিকা শ্রমিকদের বেতন বাড়ছে, এবার যাত্রীরা পাবেন স্মার্টকার্ড
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: পাঁচশো ঠিকা শ্রমিকের বেতন বৃদ্ধি, এক হাজার কন্ডাক্টর, মেকানিককে অগ্রিম টাকা দেওয়া, যাত্রী সুবিধায় ভাড়ার স্মার্টকার্ড চালু সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ২৩৫তম বোর্ড মিটিংয়ে। সামনে বিধানসভা নির্বাচন। তার আগে সীমিত ক্ষমতার মধ্যে ঠিকাকর্মী, যাত্রীসহ অন্যদের যাতে সুবিধা দেওয়া যায়, তেমনই একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চালকদের বেতন বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে কন্ডাক্টরদের শর্তসাপেক্ষে অগ্রিম টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে প্রায় এক হাজার কন্ডাক্টর, মেকানিক উপকৃত হবেন। বৃহস্পতিবার কোচবিহার সার্কিট হাউসে এনবিএসটিসি’র বোর্ড মিটিং হয়। উপস্থিত ছিলেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, ভাইস চেয়ারম্যান তথা করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ আধিকারিকরা। 

    এনবিএসটিসি’র চেয়ারম্যান বলেন, শ্রমিকদের স্বার্থের কথা মাথায় রেখে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। নিরাপত্তা কর্মী, শ্রমিক, সাফাইয়ের কাজের সঙ্গে যুক্তদের বেতন সাড়ে ৯ থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। আমরা স্মার্টকার্ড চালু করছি। পরে সেই কার্ড পরিবহণ দপ্তরের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। পুজোর আগেই আশা করছি এটা করতে পারব।

    এছাড়া কিছু গাড়ি কেনার পাশাপাশি নতুন প্রায় ৩০টি রুট চালু ও কিছু পুরনো অলাভজনক রুট বাতিল হবে। কয়েকটি ডিপো সংস্কারে ৩ কোটি টাকা খরচ হবে। অগ্রিম বেতন দেওয়া হবে কন্ডাক্টরদের। পরে বেতন বাড়লে সেটা অ্যাডজাস্ট করা হবে। পুজোর কথা ভেবেই এটা করা হয়েছে। দুই ও তিন হাজার টাকা করে অগ্রিম নিতে পারবেন তাঁরা। 

    নিগম সূত্রে জানা গিয়েছে,শ্রমদপ্তর যেভাবে মজুরি সংশোধন করে, সেভাবেই ১ জানুয়ারি ২০২৬ থেকে তাঁরা সেই সাম্মানিক পাবেন। অর্থাৎ তাঁদের সাড়ে ১১ হাজার টাকা করে পাওয়ার কথা। এদিন থেকে তা ১০ হাজার টাকা করা হয়েছে। নির্দিষ্ট সময় থেকে তাঁরা সাড়ে ১১ হাজার টাকা করেই পাবেন। এরপর সরকার যেভাবে পুনর্মূল্যায়ন করবে, সেভাবে তাঁদের বেতন বাড়তে থাকবে। বছর কয়েক আগেও তাঁরা পাঁচ হাজার টাকা করে বেতন পেতেন। 

    ময়নাগুড়ি, রায়গঞ্জ সহ কয়েকটি ডিপো সংস্কারের জন্য প্রায় তিন কোটি টাকা খরচ করবে নিগম। ডালখোলায় পরিবহণ দপ্তর ও নিগমের টাকায় টার্মিনাস তৈরি করা হবে। এছাড়া, পরিবহণ ভবন সংস্কারের কাজ চলছে। চেয়ারম্যান জানিয়েছেন, নিগমের বাসে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে সকলকে জানাতে এখন থেকে বিজ্ঞাপন দেওয়া হবে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)