৪ দিন পর খুলল শিলিগুড়ি-সিকিমগামী জাতীয় সড়ক, তবে শর্ত রয়েছে
আজ তক | ০৮ আগস্ট ২০২৫
NH-10 Opened: আগামী ৬ অগাস্ট সন্ধ্যে পর্যন্ত শিলিগুড়ি থেকে সরাসরি সিকিম ও কালিম্পংগামী ১০ নম্বর জাতীয় সড়ক (NH 10) পুরোপুরি বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছিল। তারও একদিন পর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে খুলে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভলমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে।
তবে আংশিকভাবে চালু হয়েছে বাংলা-সিকিম সংযোগের প্রধান এই লাইফ লাইন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে সেতিঝোরা হয়ে শুরু হয় একমুখী যান চলাচল। যদিও পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণকারী সংস্থা NHIDCL। এই আংশিক চালু হওয়া রাস্তা সিকিমের সঙ্গে বাংলার যোগাযোগ কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে স্থানীয় বাসিন্দা, পর্যটক ও চালকদের মধ্যে। তবে যাত্রীদের এখনই পূর্ণ স্বাভাবিকতা আশা না করে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে প্রশাসন।
উল্লেখ্য, গত ৩ আগস্ট টানা বৃষ্টির জেরে শ্বেতীঝোরায় ভয়াবহ ধস নামে। ধসের ফলে জাতীয় সড়কের বড় একটি অংশ ভেঙে তিস্তা নদীতে তলিয়ে যায়। এর ফলে বাংলা-সিকিমের মধ্যে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। বহু পর্যটক ও পণ্যবাহী গাড়ি আটকে পড়ে বিভিন্ন এলাকায়।
পরিস্থিতি মোকাবিলায় দ্রুত উদ্যোগ নেয় NHIDCL। সংস্থার আধিকারিক রাহুল কুমার গুপ্তা জানিয়েছেন, “পাহাড় কেটে নতুন করে রাস্তা তৈরি করা হয়েছে। তাই কিছুটা সময় লেগেছে। আমরা আপাতত একমুখী চলাচলের অনুমতি দিচ্ছি, তবে নীচু এলাকাগুলিতে এবং ক্ষতিগ্রস্ত রাস্তাগুলিতে দ্রুত মেরামতির কাজ চলবে।”
সিকিমের রংপো থেকে শিলিগুড়ি রাস্তা শ্বেতিঝোরায় অবরুদ্ধ হয়ে রয়েছে। রংপো থেকে মুনসং-লাভা-গরুবাথান হয়ে শিলিগুড়ি যাওয়ার রাস্তাটি কাটারার কাছে ধস নেমে অবরুদ্ধ হয়ে রয়েছে। সেই ধস সরানোর চেষ্টা চলছে। এখনও পর্যন্ত রংপো থেকে কার্সিয়ং, দার্জিলিং হয়ে শিলিগুড়ি রুটে শুধুমাত্র ছোট যানবাহনই চলাচল করতে পারছে। রংপো থেকে মেল্লি রাস্তা খোলা রয়েছে। এই পথে মেল্লি হয়ে দক্ষিণ সিকিমের সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে। তবে লাভা থেকে সিকিম, লাভা থেকে কালিম্পং ও লাভা থেকে শিলিগুড়ি ভায়া গরুবাথান রাস্তা খোলা রয়েছে। তবে লাভা থেকে লোলেগাঁও ও লাভা থেকে রেশি হয়ে সিকিম যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে বলেই খবর। এই পরিস্থিতিতে কালিম্পং পুলিশের তরফেও গ্যাংটক যাওয়ার জন্য ৩ টি বিকল্প রাস্তার কথা জানানো হয়েছে। সেগুলি হল।