টোটোর মধ্যে এক মহিলা যাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠল শিলিগুড়ি। অভিযুক্ত খোদ টোটোচালক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে শিলিগুড়ির (Siliguri) তিনবাত্তি মোড় এলাকায়। অভিযোগ পেয়ে ঘটনায় গ্রেফতার (Arrest) করা হয়েছে টোটো চালককে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন ওই মহিলা যখন কাজে যাচ্ছিলেন, তখন বর্ধমান রোডে তুলনামূলক ভিড় কম ছিল। এদিকে অল্পবিস্তর বৃষ্টি হওয়ায় জল যাতে ভেতরে প্রবেশ না করে তার জন্য টোটোর পর্দা নামানো ছিল। অভিযোগ, টোটোর মধ্যে চালক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে। মহিলা টোটো থেকে নেমে ভয়ে চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকার শুনে সেখানে কর্মরত ট্রাফিক পুলিশ ছুটে আসে।
টোটো চালককে ধরে ফেলা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ (Police)। মহিলার দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে ওই চালককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে এদিন সকালে শিলিগুড়িতে জাল নোট ভাঙানোর চেষ্টা করে ব্যর্থ হয় এক দুষ্কৃতী। শুধু ব্যর্থ হওয়া নয়, তাকে সতর্ক করে এক ব্যবসায়ী। তাতেই রাগ গিয়ে পড়ে ওই ব্যবসায়ীর উপর। এরপরই ছুরি নিয়ে ওই ব্যবসায়ীর উপর হামলা করে ওই যুবক বলে অভিযোগ। ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে।
এদিকে একের পর এক ঘটনায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এদিন পুলিশের সঙ্গে বৈঠকে বসেন। তিনি বিভিন্ন পরিস্থিতিতে সদ্ভাব বজায় রাখার কথাও বলেন।