• গৃহবধূকে গাড়িতে তুলে অপহরণের চেষ্টা! গ্রেপ্তার ২
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা ময়নাগুড়ি: প্রকাশ্য দিবালোকে ময়নাগুড়ি শহরে এক গৃহবধূকে গাড়িতে তুলে অপহরণ করার চেষ্টা। ঘটনাটি ঘটেছে আজ, বৃহস্পতিবার দুপুরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অপহরণের চেষ্টা করা হলে ওই গৃহবধূ চিৎকার শুরু করেন। তখন বাজারের কয়েকজন ব্যক্তি ছুটে আসেন। তাঁরা দুষ্কৃতীদের গাড়িটি আটকে দেন। এরপর ময়নাগুড়ি শহরে টহল দেওয়া এক পুলিস কর্মী ঘটনাটি দেখতে পান। অকুস্থলে গিয়ে উপস্থিত হন তিনি। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত দুই যুবককে। তারা ফালাকাটার বাসিন্দা বলে জানা গিয়েছে।ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। এই ঘটনাকে কেন্দ্র করে ধন্ধে পড়েছেন পুলিস কর্মীরাও। পুরো বিষয়টি জানতে শুরু হয়েছে তদন্ত। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদেরও। কেন ওই গৃহবধূকে অপহরণের চেষ্টা করা হচ্ছিল সেই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। অপরদিকে, যে গাড়িতে গৃহবধূকে তুলে অপহরণের চেষ্টা করা হচ্ছিল সেই চারচাকা গাড়িটিকে আটক করেছেন তদন্তকারীরা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (বর্তমান)