• নির্মীয়মান ফ্ল্যাটের চারতলা থেকে পড়ে গুরুতর জখম শ্রমিক, ভর্তি হাসপাতালে
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নির্মীয়মাণ ফ্ল্যাটের চারতলা থেকে পড়ে গুরুতর জখম শ্রমিক। আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের পাহাড়িপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। আহতের নাম সুজন বর্মন (৩৮)। তিনি জলপাইগুড়ির কোণপাকরির বাসিন্দা। বর্তমানে ওই নির্মাণ শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি মেডিক্যালের অধীনে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ওই শ্রমিকের অবস্থা সঙ্কটজনক। তাঁর সহকর্মী সঞ্জিত রায় নামের এক শ্রমিক বলেন, আমরা ১৪-১৫ জন মিলে কাজ করছিলাম। রড বাঁধার কাজ চলছিল। একটি রড ছাদ থেকে বেরিয়ে কোনওভাবে বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে। সেই সময় ওই রডে হাত লাগায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারতলার ছাদ থেকে নীচে ছিটকে পড়েন সুজন। তাঁর মাথায় ও বুকে মারাত্মক চোট লাগে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে থাকা অন্য শ্রমিকরা সুজনকে উদ্ধার করে টোটোতে করে হাসপাতালে নিয়ে যান। ঘটনায় আনন্দ রায় নামে অপর এক শ্রমিক বলেন, আমি নীচে কাজ করছিলাম। উপর থেকে কিছু একটা পড়ার শব্দ পেয়ে তড়িঘড়ি বাইরে বের হয়ে আসি। দেখি, উপর থেকে এক শ্রমিক নীচে পড়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। আনন্দ বলেন, সেফটি বেল্ট ছিল। কিন্তু ওই বেল্ট না পরেই চারতলার ছাদের উপর কাজ করছিলেন শ্রমিকরা। নির্মীয়মান ফ্ল্যাটের কাজের বরাত পাওয়া ঠিকাদার মিলন রায়কে ফোনে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, যে শ্রমিক চারতলার ছাদ থেকে পড়ে গিয়েছেন, তাঁর অবস্থা ভালো নয়। জলপাইগুড়ি মেডিক্যালে ওই শ্রমিকের চিকিৎসার তদারকি নিয়ে ব্যস্ত আছি। পরে এই বিষয়ে কথা বলব।
  • Link to this news (বর্তমান)