• জলাশয়ে তলিয়ে মৃত্যু যুবকের,পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর
    এই সময় | ০৭ আগস্ট ২০২৫
  • বাড়ির পাশের শুকনো জলাশয়ে টানা বৃষ্টিতে জল জমে গিয়েছিল। সেখানে মাছ ধরতে গিয়ে তলিয়ে মৃত্যু হলো এক যুবকের। দুর্ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডোহরা গ্রামে। মৃতের নাম তরণী মণ্ডল (৩৭)। তাঁর তলিয়ে যাওয়ার খবর পেয়েও পুলিশ প্রশাসন তাঁকে উদ্ধারে উদ্যোগী হয়নি, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

    সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে জল জমেছিল ডোহরা গ্রামের একটি শুকনো জলাশয়ে। সেখান থেকে মাছ ধরার জন্যই বুধবার বাড়ি থেকে বেরিয়েছিলেন তরণী। কিন্তু সেই জলাশয়ে তলিয়ে যান তিনি। এ দিকে তিনি দীর্ঘ সময় বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে উদ্বিগ্ন পরিবার। বৃহস্পতিবার সকালে ভেসে ওঠে ওই যুবকের দেহ। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। তাঁদের দাবি ছিল, বুধবারই থানায় খবর দেওয়া হয়েছিল। কিন্তু উদ্ধারে এগিয়ে আসেনি পুলিশ বা বিপর্যয় মোকাবিলা বাহিনী। মেলেনি প্রশাসন বা পঞ্চায়েতের সাহায্য, অভিযোগ পরিবারের।

    যদিও এই সমস্ত অভিযোগ প্রসঙ্গে মালদার হরিশচন্দ্রপুর ২ ব্লকের বিধায়ক তাপসকুমার পাল বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ঘটনা জানা ছিল না। প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে সাহায্য করা হবে।’

    সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ওবাইদুল্লা রহমান বলেন, ‘পঞ্চায়েত তরণীর পরিবারের পাশে রয়েছে।’ সঠিক সময়ে প্রশাসনিক সহায়তা মেলেনি বলে অভিযোগ তোলেন তিনি। তাঁর আরও দাবি, এলাকাবাসীই তরণীর পরিবারের জন্য সমস্ত রকমের সাহায্য করেছে।

  • Link to this news (এই সময়)