• খানাখন্দে ভরা রাস্তায় উল্টে গেল খুদে পড়ুয়াদের টোটো, টনক নড়তেই প্রশাসন যা করল
    এই সময় | ০৭ আগস্ট ২০২৫
  • টানা বৃষ্টি আর খানাখন্দে ভরা রাস্তা নিয়ে জেরবার মুর্শিদাবাদের নবগ্রামের হাজার মানুষ। বহু দিন ধরে বেহাল রাস্তা মেরামতির দাবি জানাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু, তাতে বিশেষ কোনও লাভ হয়নি। ফলে, জীবনের ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়ে সাধারণ মানুষকে চলাচল করতে হতো। আশঙ্কা ছিল, দুর্ঘটনা ঘটার। আর সেটাই সত্যি হলো। মঙ্গলবার বেহাল সেই রাস্তায় একটি টোটো উল্টে ঘটে বিপত্তি। এর পরে বুধবার সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়। ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন।

    ঠিক কী ঘটেছিল? মঙ্গলবার ওই টোটোতে রসময়ী বিবেকানন্দ তপোবন পাঠঘর স্কুলের কয়েকজন পড়ুয়া ছিল। স্কুল শেষে টোটোটি নবগ্রাম থানার পলসন্ডা মোড়ের কাছে লালবাগ যাওয়ার রাস্তায় উল্টে যায়। আর এই দুর্ঘটনার পর টনক নড়ে প্রশাসনের। বুধবার থেকেই শুরু হয়ে যায় রাস্তা মেরামতির কাজ। জানা গিয়েছে, নবগ্রামের পাঁচগ্রাম থেকে পলসন্ডা মোড় হয়ে লালবাগ সদরঘাট পর্যন্ত ২৭ কিলোমিটার রাস্তা পূর্ত দপ্তরের বহরমপুর ডিভিশন-২ এর অধীনে রয়েছে। এই রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ।

    বুধবার খানাখন্দে ভরা রাস্তায় এ ভাবে টোটো উল্টে যাওয়ায় তৎক্ষণাত স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তবে দুর্ঘটনায় কারও কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। বর্তমানে রাস্তার দু’ধার দিয়ে অবৈধ ভাবে দোকানপাট গজিয়ে ওঠায় রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে। এর পাশাপাশি কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে রাস্তার হালও বেহাল। এই রাস্তা নবগ্রাম থেকে লালবাগ হয়ে আজিমগঞ্জ পর্যন্ত যাওয়ার একমাত্র পথ। এলাকাবাসীর অভিযোগ, চার থেকে ১০ চাকার পণ্যবাহী লরি যাতায়াত করার ফলে রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে। রাস্তার উপরে পিচের আস্তরণ উঠে গিয়েছে। তার মধ্যে বৃষ্টি হওয়ায় রাস্তার মাঝখানে গর্তে জল জমে আরও খারাপ অবস্থা হয়েছে।

    নারায়ণপুরের পঞ্চায়েত প্রধান তৃণমূলের উত্তম মণ্ডল বলেন, ‘কয়েক মাসে আগে ওই রাস্তা সংস্কারের কাজ করেছিল পূর্ত দপ্তর। কিন্তু পণ্যবাহী লরি, বালি বোঝাই ওভারলোড ডাম্পার যাতায়াত করার ফলে রাস্তার অবস্থা খারাপ হয়ে পড়েছে। এ ক্ষেত্রে পুলিশ ও প্রশাসনের উচিত এই রাস্তা দিয়ে অবিলম্বে ওভারলোড গাড়ি যাতায়াত বন্ধ করা।’

    পূর্ত দপ্তরের বহরমপুর ডিভিশন-২ এর এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অনুপ মাইতি বলেন, ‘দু’পাশ উঁচু হয়ে গিয়ে রাস্তা কড়াইয়ের মতো হয়ে গিয়েছে। ফলে সামান্য বৃষ্টিতে রাস্তায় জল জমছে। অতিবৃষ্টিতে রাস্তার কোনও কোনও জায়গায় গর্ত দেখা দিয়েছে। পিচ দিয়ে ওই রাস্তা তৈরির সিদ্ধান্ত হয়েছে। কিন্তু বর্ষার কারণে সে কাজ এখনই শুরু করা যাচ্ছে না। আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বুধবার থেকেই রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। তবে টোটো উল্টে দুর্ঘটনা ঘটার পরে তড়িঘড়ি কাজ শুরু হয়েছে এমনটা নয়। এখন ভাঙা ইট ফেলে রোলার দিয়ে রাস্তা সমান করার কাজ চলছে। বর্ষা শেষে বিটুমিনাস ওয়ার্ক করা হবে।’ তিনি জানিয়েছেন, সাড়ে পাঁচ মিটার রাস্তা চওড়া রয়েছে। যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখানে দেড় মিটার রাস্তায় গর্ত থাকলেও বাকি চার মিটার রাস্তা ভালো রয়েছে। কিন্তু চালক ওই গর্তের উপর দিয়ে টোটো চালিয়ে যাওয়ায় সেটি উল্টে গিয়েছে বলে তাঁর দাবি।

    লালবাগের মহকুমা শাসক বনমালী রায় বলেন, ‘ওই রাস্তায় কাজ শুরু হয়েছে। আগেই ওই রাস্তা সারাইয়ের কথা ছিল। তবে দ্রুত যাতে ওই কাজ শেষ করা যায়, সে ব্যাপারে পূর্ত দপ্তরকে জানাব।’ বেহাল রাস্তা প্রসঙ্গে নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল বলেন, ‘বৃষ্টিতে পলসন্ডা থেকে লালবাগ যাওয়ার রাস্তার হাল একেবারে খারাপ হয়ে গিয়েছে। ওই রাস্তা সংস্কারের প্রয়োজন রয়েছে। দ্রুত ওই রাস্তা সারাইয়ের ব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা বলে পদক্ষেপ করব।’

    নবগ্রামের বাসিন্দা ও জেলা কংগ্রেসের নেতা গুড্ডু যাদব বলেছেন, ‘দুর্নীতি করবে নাকি রাস্তা সারাই করবে? জনবহুল ও ব্যস্ততম ওই রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। যাতায়াত করার সময়ে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। কিন্তু পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি নির্বিকার।’

  • Link to this news (এই সময়)