পড়ুয়াদের ট্যাবের টাকায় অনিয়ম ঠেকাতে কড়া নজরদারি, শুরু হচ্ছে নতুন প্রক্রিয়া
হিন্দুস্তান টাইমস | ০৭ আগস্ট ২০২৫
উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা অনুদান দেওয়ার প্রক্রিয়া এবার আরও কড়া নজরদারির মধ্যে দিয়ে সম্পন্ন হবে। বিশেষত, গত বছর এক্ষেত্রে অনিয়ম ধরা পড়ার পর এ বছর পুরো প্রক্রিয়াটিই নতুন করে সাজানো হয়েছে। তৈরি হয়েছে ধাপে ধাপে নির্দেশাবলিযুক্ত ‘প্রসেস ফ্লো চার্ট’, যা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে।
এই প্রকল্পে ১০ হাজার টাকা করে অর্থসাহায্য পায় উচ্চমাধ্যমিক স্তরের সাধারণ শাখা ও বৃত্তিমূলক শিক্ষার ছাত্রছাত্রীরা। তবে এবার কারিগরি শিক্ষা বিভাগের আওতাধীন বৃত্তিমূলক শাখার ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে প্রক্রিয়াটি ব্যাখ্যা করে পাঠানো হয়েছে। একই নিয়ম কার্যকর হবে সাধারণ শাখার ক্ষেত্রেও।গতবার বেশ কয়েকটি ক্ষেত্রে অভিযোগ ওঠে, ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা না গিয়ে চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। বিষয়টি সামনে আসতেই রাজ্যজুড়ে তদন্ত শুরু হয়। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল, যাদের মধ্যে ছিলেন স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক ও অশিক্ষক কর্মীও।
এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই শুরু থেকে শেষ পর্যন্ত গোটা প্রক্রিয়া কড়াভাবে নিরীক্ষণ করা হবে। স্কুল থেকে ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে যাবে নির্দিষ্ট আবেদনপত্র। আবেদন করতে গেলে শিক্ষার্থীদের দিতে হবে, সঠিকভাবে পূরণ করা ফর্ম, ব্যাঙ্ক পাসবুকের কপি, বাতিল চেক এবং আধার কার্ডের কপি। এসব তথ্য পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ নির্দিষ্ট পোর্টালে সেই তথ্য আপলোড করবে। তারপর আধার নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যাচাই করা হবে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া-র মাধ্যমে।
একবার যাচাই সম্পূর্ণ হলে সেই অ্যাকাউন্টে আর কোনও পরিবর্তন সম্ভব নয়। তবে যদি ভুলবশত কিছু পরিবর্তনের প্রয়োজন পড়ে, তবে তা শুধুমাত্র স্কুলের প্রধান শিক্ষক বা অধ্যক্ষের মাধ্যমে করা যাবে। সেই পরিবর্তনেরও আবার সার্কেলের উচ্চতর কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। এইভাবে একাধিক যাচাই ও অনুমোদনের স্তর পার হয়ে তবেই শিক্ষার্থীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। রাজ্য সরকারের শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের স্বার্থেই এবার পুরো প্রক্রিয়ায় কঠোরতা আনা হয়েছে। কোনওরকম ত্রুটি বা অনিয়ম যাতে না ঘটে, সেই লক্ষ্যে প্রতিটি ধাপে স্বচ্ছতা ও তথ্য যাচাই নিশ্চিত করা হয়েছে।