বিহারে ভোট দিতে আসবেন ট্রাম্প! কেন একথা বললেন অভিষেক?
প্রতিদিন | ০৭ আগস্ট ২০২৫
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিহারের ভোটার তালিকায় নাম তোলার লক্ষ্যে আবাসিক সার্টিফিকেটের জন্য আবেদন করছেন ডোনাল্ড ট্রাম্প! বিষয়টা প্রকাশ্যে আসতেই কটাক্ষের বন্যা বইতে শুরু করেছে। বুধবার ৫০ শতাংশ শুল্ক আরোপ নিয়ে প্রশ্ন উঠতে সেই প্রসঙ্গই টেনে আনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। খানিকটা রসিকতা করেই বললেন, “বিহারে ভোট দিতে আসবেন ট্রাম্প। তখন ওনাকেই প্রশ্ন করবেন, কেন এই সিদ্ধান্ত।”
লোকসভায় তৃণমূলের দলনেতার দায়িত্ব গ্রহণ করতে আজ দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আগে বৃহস্পতিবার সকালে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সেনাপতি। সেখানেই ৫০ শতাংশ শুল্ক আরোপ নিয়ে প্রশ্ন করতেই সরাসরি প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করেন। বলেন, “আমাকে কেন জিজ্ঞেস করছেন? ট্রাম্পের হয়ে প্রচার করেছিলেন কে? ট্রাম্প গুজরাটে এসে কার জন্য প্রচার করেছিলেন? এই শুল্কবৃদ্ধিতে ক্ষয়ক্ষতি তো হবেই। কর্মসংস্থান, অর্থনীতিতে প্রভাব পড়বে।”
এরপরই অভিষেক বললেন, “বিহারে ভোট দিতে তো আসবেন ট্রাম্প। সব থেকে ভালো সেখানেই তাঁকে জিজ্ঞেস করে নেবেন যে কেন ৫০ শতাংশ শুল্ক চাপানো হল।” কিন্তু ব্যাপারটা ঠিক কী? গত ২৯ জুলাই বিহারের সমস্তিপুরের আধিকারিকদের কাছে ভোটার তালিকায় নাম তোলার লক্ষ্যে ট্রাম্পের নামেই একটি আবেদন জমা পড়েছে। তাতে তাঁর বাবা-মায়ের নামও আসল নামের সঙ্গে মিলিয়ে লেখা হয়েছে ফ্রেডরিক ক্রাইস্ট ট্রাম্প এবং মেরি আনে ম্যাকলিওড। সব তথ্যই ট্রাম্পের মতো। শুধু তাঁর ঠিকানা বিহারের সমস্তিপুরের। যদিও আধিকারিকরা ওই আবেদন প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে সমস্তিপুর সাইবার ক্রাইম থানায় একটি মামলাও করা হয়েছে।