সংসার আর হয়নি! অভয়াকে হারানোর এক বছর পরে কী করছেন মৃত চিকিৎসকের ‘প্রেমিক’?
প্রতিদিন | ০৭ আগস্ট ২০২৫
রমেন দাস: মেডিক্যাল কলেজেই চিকিৎসক-পড়ুয়াকে খুন-ধর্ষণের ঘটনায় চমকে গিয়েছিল বিশ্ব! হাসপাতালের চিকিৎসকের মৃত্যুতে তোলপাড় হয়েছিল দেশ। তারপর কেটে গিয়েছে প্রায় এক বছর। বিচার, আইন-আদালত, বহু প্রশ্নের আবহে আবারও ফিরছে সেই স্মৃতি! প্রত্যেক মুহূর্তে কড়া নাড়ছে আর জি কর! কিন্তু যে মানুষটিকে মন দিয়েছিলেন অভয়া, বেঁচে থাকলে হয়তো তাঁকে নিয়েই সংসারের স্বপ্ন দেখতেন ওই চিকিৎসক! এখন কেমন আছেন তিনি? যোগাযোগ রয়েছে অভয়ার বাবা-মায়ের সঙ্গে? খোঁজ নেন আর? একাধিক জল্পনা-কল্পনার আবহেই ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’ যোগাযোগ করেছিল, পেশায় চিকিৎসক ওই যুবকের সঙ্গে। কেমন আছেন তিনি?
অভয়ার বন্ধুর কথায়, ‘ভালো তো নেই। তবে চেষ্টা করছি স্বাভাবিক জীবনে ফেরার। আবারও রোগী দেখা শুরু করেছি। হাসপাতালে কাজ করছি। নতুন করে কাজ শুরু করেছি এইটুকুই।’ স্নায়ুরোগের চিকিৎসকের আরও দাবি, ‘গত ৭-৮ মাস অবসাদে ভুগেছি। চিকিৎসা চলেছে। চেষ্টা করছি একটু ঠিক থাকার!’ কিন্তু যোগাযোগ রয়েছে বন্ধুর মা-বাবার সঙ্গে? অভয়ার বিশেষ বন্ধু বলছেন, ‘যোগাযোগ রয়েছে কাকু-কাকিমার (অভয়ার বাবা-মা) সঙ্গে। তাঁদের জিজ্ঞাসা করলেও জানতে পারবেন। আপনারা তো আমাকে এতদিন কল করেননি, তাই জানতে পারেননি।’ ওই চিকিৎসকের কথায়, ‘বিচার নিয়ে লিখুন। আমরা যেগুলো চাই বলুন।’ কী চাইছেন? উত্তরে চিকিৎসক বলছেন, ‘কাকু-কাকিমা (অভয়ার বাবা-মা) যা বলছেন, যা চাইছেন, আমিও সেটাই চাইছি।’
সমাজমাধ্যমে বারবার উঠে আসে তাঁর কথাও। অনেকেই প্রশ্ন তোলেন দিল্লির নির্ভয়ার বন্ধুর মতো রুখে দাঁড়াতে পারতেন কি তিনিও? এবার কি নতুন জীবনের কথা ভাবছেন? অভয়ার বিশেষ বন্ধু বলছেন, ‘নতুন সম্পর্ক বা বিয়ের কথা এখানে আসছেই না। আমি কাজ করছি আবার, এটাই। পুরনো কথা মনে করলেই অসুস্থ লাগে। যা লেখার লিখুন, আমি রোগী দেখছি।’ কিন্তু ভালোবাসা কি অসহায় হয়েই রয়ে যাবে আজীবন? উত্তর জানা নেই আমাদেরও!