• টানা বৃষ্টিতে কলকাতায় ফের ভাঙল পুরনো বাড়ি, এন্টালিতে আহত ২
    প্রতিদিন | ০৭ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে ফের ভেঙে পড়ল পুরনো বাড়ি। এন্টালি থানার অন্তর্গত সুরেশ সরকার রোডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জরাজীর্ণ বাড়ির একাংশ। আহত দুই। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। এই নিয়ে বিগত দুই সপ্তাহে ৬টির বেশি বাড়ি ভেঙে পড়ল কলকাতায়।

    বৃহস্পতিবার দুপুরে কলকাতা পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের ওই বাড়িটি আচমকা ভেঙে পড়ে। প্রাথমিক অনুমান, লাগাতার বৃষ্টির জেরে পুরনো বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে বাড়িটির পরিকাঠামো দুর্বল হয়ে পড়ে। অনুমান, তাতেই ভেঙে পড়ে বাড়িটির একাংশ।

    বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। ঘটনায় আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তারা। তবে আঘাত গুরুত্বর নয় বলেই খবর।
    এদিকে ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছে পুরসভার আধিকারিকরা। এলাকাটি পরিষ্কার করার কাজ শুরু হয়েছে।

    উল্লেখ্য, লাগাতার বৃষ্টির জেরে শহরে একাধিক পুরনো বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। পুরসভা জানিয়েছে, পুরনো বাড়ি গুলি নিয়ে একটি তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দিনকয়েক আগে উত্তর কলকাতার কাঁকুড়গাছিতে ভেঙে পড়ে একটি পুরনো বাড়ির একাংশ। পাশের বাড়িতে চাঙড় পড়ে আহত হয় ৬ জন। তার মধ্যে রয়েছে দুই শিশু ও তাদের মা।
  • Link to this news (প্রতিদিন)