আলিপুরদুয়ার থেকে ভুটানে মাদক পাচার! মহিলা-সহ গ্রেপ্তার ৩
প্রতিদিন | ০৭ আগস্ট ২০২৫
রাজ কুমার, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে আন্তর্জাতিক পাচারচক্রের হদিশ! ভুটান সীমান্তের জয়গাঁ থেকে গ্রেপ্তার ব্রাউন সুগার পাচারচক্রের চক্রের তিন পান্ডা। তাদের মধ্যে রয়েছেন এক মহিলাও। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। তাতেই সীমান্ত এলাকার একটি বাড়ি থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত ফেরার।
ধৃতদের নাম সুশান্ত তামাং, সাবিনা খাতুন ও অমিত থাপা। গোপন সূত্রে খবর পেয়ে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় তিনজনকে। ধৃতদের থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকার ভুটানি নোট ও ৫০ হাজার টাকা ভারতীয় নোট উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত বাইক, স্কুটি ও মোবাইল ফোন। পুলিশ জানিয়েছে, ধৃত সুশান্তকে আগেও অস্ত্র আইনে গ্রেপ্তার হয়েছিল।
পুলিশ জানিয়েছে, তাদের কাছে বেশকিছু দিন ধরে খবর আসছিল, সুমন তামাং ওরফে পাতাং নামে এক যুবক বাড়িতেই বেআইনি ড্রাগসের ব্যবসা করছে। বুধবার রাতে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, বাড়িতে উপস্থিত হয়েছে পান্ডারা। অভিযান চালায় পুলিশ। তবে সুমন তামাং ফেরার। জয়গাঁ থানার ওসি পালজার ভুটিয়া বলেন, “সুমন তামাং নামে এলাকার এক যুবক বেআইনি ড্রাগসের ব্যবসা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালাই। তাতে সুমনের তিন সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে। যুবকের খোঁজে তল্লাশি চলছে।”