প্রতিদিনই দক্ষিণবঙ্গে কম-বেশি বৃষ্টি চলছেই। ভারী বৃষ্টি জারি উত্তরবঙ্গেও। হাওয়া অফিস আপাতত বৃষ্টি বন্ধ হওয়ার কোনও পূর্বাভাস দেয়নি। বরং উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। মূলত ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার কারণে বঙ্গে টানা বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে।
দক্ষিণবঙ্গে রাতের ভারী বৃষ্টিতে অনেকে জায়গাতেই বুধবার জল জমে গিয়েছিল। বেশ কয়েক জায়গায় এদিন মাঝারি বৃষ্টিও হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ ও উত্তর ২৪ পরগণা, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে গরম এবং অস্বস্তি কমবে না। কারণ জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরম থাকবে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদও কিছুটা চড়বে। সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।