নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে চার্জশিট জমা ইডির
দৈনিক স্টেটসম্যান | ০৭ আগস্ট ২০২৫
প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় রাজ্যের কারা, ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার কলকাতার বিশেষ সিবিআই আদালতে চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর ফের কোনও রাজ্য মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি। এই প্রসঙ্গে চন্দ্রনাথ সিংহ বলেন, ‘আমি শুনেছি চার্জশিট জমা পড়েছে। বিষয়টি বিস্তারিত জানি না। খোঁজ নিয়ে দেখতে হবে।’ ইডি সূত্রে জানা গিয়েছে, বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের যোগসূত্র খুঁজে পাওয়া গিয়েছে। সেখান থেকেই এই মামলায় উঠে আসে চন্দ্রনাথের নাম।
গত ৩১ জুলাই চন্দ্রনাথ সিংহ ও তাঁর পরিবারের সম্পত্তি সংক্রান্ত সমস্ত নথি তলব করে ইডি। তবে ওই দিন হাজিরা না দিয়ে সময় চেয়ে নিয়েছিলেন মন্ত্রী। তদন্তকারীদের তিনি জানান, প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছেন এবং শীঘ্রই হাজিরা দেবেন। এর আগে ২৫ জুলাই তাঁকে নোটিস পাঠিয়েছিল ইডি, তবে সেই বারও হাজিরা এড়ান তিনি। বৃহস্পতিবার আচমকাই কলকাতার ইডি দপ্তরে হাজির হন বীরভূমের বোলপুর কেন্দ্রের এই তৃণমূল বিধায়ক। যদিও এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে তার আগেই আদালতে চার্জশিট জমা পড়ে যায়।
এদিকে বৃহস্পতিবার ইডির এক কর্তা বলেন, ‘সম্প্রতি বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়েছে। চার্জশিট জমা দেওয়ার কারণে চন্দ্রনাথের বিরুদ্ধে আদালতের পর্যবেক্ষণ থাকবে। সেক্ষেত্রে তদন্তকারী সংস্থা কোনও সিদ্ধান্ত নেবে না। বৃহস্পতিবার তিনি ইডির দপ্তরে হাজির হয়েছেন। কিন্তু তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। চন্দ্রনাথকে গত এক মাসে একাধিক নোটিস জারি করা হয়েছিল। কিন্তু তিনি সময়ের প্রার্থনা করে গরহাজির থেকেছিলেন। তার পরেই চন্দ্রনাথকে ওই মামলায় অভিযুক্ত দায়ের করে আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়।’
উল্লেখ্য, এর আগে ইডি চন্দ্রনাথ সিংহের বাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করে প্রায় ৪১ লক্ষ টাকা নগদ ও একাধিক গুরুত্বপূর্ণ নথি। তদন্তকারীরা মন্ত্রীর মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেন। ফোনটি আনলক করার জন্যও তাঁকে তলব করা হয়েছিল বলে জানা গিয়েছে।
ইডি সূত্রে খবর, চার্জশিটে মন্ত্রীর হাজিরা এড়ানোর বিষয়টি এবং তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের একাধিক তথ্য উল্লেখ রয়েছে। চন্দ্রনাথ সিংহের ভূমিকা নিয়োগ কেলেঙ্কারিতে যে তাৎপর্যপূর্ণ, সেই ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় সংস্থার এই পদক্ষেপে।