• রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসেও ভাষা সন্ত্রাস নিয়ে সরব মমতা
    দৈনিক স্টেটসম্যান | ০৭ আগস্ট ২০২৫
  • বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বাংলা ভাষার উপর সন্ত্রাসের অভিযোগ তুলে ফের সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশজুড়ে বাঙালি হেনস্থার আবহে তিনি শপথ নিয়েছেন, ‘বাংলার উপর ভাষা সন্ত্রাস মানব না।’

    বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে মমতা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তাঁকে অন্তরের শ্রদ্ধা ও প্রণাম জানান। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যখন বাংলার উপর সন্ত্রাস নেমে এসেছে তখন রবীন্দ্রনাথই লড়াই করার প্রেরণা জোগাবে। কারণ রবীন্দ্রনাথ বাংলা ভাষার সর্বকালীন শ্রেষ্ঠ প্রতিভা। বছরের প্রত্যেকদিন, প্রত্যেক মূহূর্তে তিনি সবাইকে ঘিরে রয়েছেন। বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার উপর আক্রমণ নেমে এসেছে, এই কারণে তিনি দুঃখিত, ব্যথিত ও মর্মাহত। মুখ্যমন্ত্রী লিখেছেন, ”চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’, সেই ভারতের নির্মাণে রবীন্দ্রনাথ-ই আমাদের ধ্রুবতারা।’

    উল্লেখ্য, শান্তিনিকেতনের মাটি থেকে ভাষা আন্দোলনের সূচনা করেছিলেন মমতা। সেই প্রসঙ্গ উত্থাপন করে তিনি জানিয়েছেন, যতদিন এই বাংলা বিদ্বেষ চলবে ততদিন লড়াইও চলবে। আর এই লড়াইয়ের পথে রবীন্দ্রনাথই পথনির্দেশক।

    উল্লেখ্য, দেশজুড়ে মূলত বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা ও বাংলা ভাষার অপমানের প্রতিবাদে ভাষা আন্দোলনের সূচনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই আন্দোলনের সূচনায় তিনি শান্তিনিকেতনের রাস্তায় হেঁটেছেন। সম্প্রতি বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে দাগিয়ে দিয়ে বিতর্কে জড়িয়েছে দিল্লি পুলিশ। এই ঘটনার প্রতিবাদেও সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। এই ঘটনাকে ‘অপমানজনক, সংবিধান-বিরোধী, দেশবিরোধী’ বলে দিল্লি পুলিশকে বিঁধেছেন তিনি। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বাংলা ভাষার উপর আক্রমণের বিরুদ্ধে সরব হলেন মমতা। ফের একবার গর্জে উঠলেন ভাষা সন্ত্রাসের অভিযোগ তুলে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)