নতুন করে জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের
দৈনিক স্টেটসম্যান | ০৭ আগস্ট ২০২৫
জয়েন্ট এন্ট্রান্স বর্ডার প্যানেল তৈরি নিয়ে বড়সড় পদক্ষেপের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নতুন করে মেধা তালিকা তৈরির নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। ফলে ওবিসি সংক্রান্ত জটিলতায় জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মেধাতালিকা প্রকাশের আগেই তা বাতিল হয়ে গেল। বৃহস্পতিবার এই মামলার রায়ে বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছেন, নতুন ওবিসি তালিকা মেনে মেধা তালিকা প্রকাশ যাবে না। পরিবর্তে ২০১০ সালের আগে যে ৬৬টি ওবিসি সম্প্রদায় ছিল, সেগুলি নিয়েই তৈরি হবে নতুন প্যানেল। এই ৬৬টি ওবিসি সম্প্রদায়ের জন্য পূর্বের না নিয়ম অনুযায়ী ৭ শতাংশ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যেই আদালতের এই নির্দেশ কার্যকর করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এই মামলায় প্রথম থেকেই অসন্তুষ্ট ছিল কলকাতা হাইকোর্ট। এ ব্যাপারে বিচারপতি জানিয়েছেন, ২০২৪ সালে কলকাতা হাইকোর্টের ওবিসি রায় লঙ্ঘন করা হয়েছে। সেই প্রেক্ষিতেই নতুন করে প্যানেল তৈরির নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। বুধবার এই মামলার শুনানি ছিল। সেই শুনানিতে আদালতের প্রশ্নের মুখে পড়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ও রাজ্য সরকার। বিচারপতির নির্দেশ অনুযায়ী বোর্ড আদালতে কিছু তথ্য জমা দিলেও তা পর্যাপ্ত না হওয়ায় বৃহস্পতিবার এই মামলার ফের শুনানি হয়।
ফলে বৃহস্পতিবার ওবিসির ফল প্রকাশের কথা থাকলেও হাইকোর্টের নির্দেশের কারণে সেটা সম্ভব হয়নি। দুপুরে নির্ধারিত সময়ে বিচারপতি এই মামলার রায় ঘোষণা করেছেন। আদালতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদমর্যাদার আধিকারিককে এই নির্দেশ মেনে আগামী তিন সপ্তাহের মধ্যেই হলফনামা জমা দিতে হবে।