• ‘পুলিশের তাড়া খেয়ে’ ভিন রাজ্য থেকে ফেরার পথে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের
    এই সময় | ০৭ আগস্ট ২০২৫
  • ফের ভিনরাজ্যে বাঙালি শ্রমিককে হেনস্থার অভিযোগ। বাংলাদেশি বলে দাগিয়ে তুলে নিয়ে যায় পুলিশ, পরিবারের লোকজনের কাছে অভিযোগ করেছিলেন ওই পরিযায়ী শ্রমিক। পুলিশের ভয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন মালদার যুবক। কিন্তু তাঁর আর বাড়ি ফেরা হলো না। ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মিনসারুল আলি (২৫)। তাঁর বাড়ি মালদার চাঁচল থানার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামে। সপরিবারেই ফিরে আসছিলেন মালদায়। কিন্তু নিজের জেলায় ঢুকতেই পথ দুর্ঘটনা কবলে পড়ে মৃত্যু হলো ওই পরিযায়ী শ্রমিকের। আহত হয়েছেন তাঁর পরিবারের আরও চারজন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে চাঁচল মহকুমা রতুয়া থানার সামসি এলাকার ৮১ নম্বর বাইপাসে।

    জানা গিয়েছে, হরিয়ানা থেকে মালদার সামসি স্টেশনে এসে পৌঁছয় ওই পরিযায়ী শ্রমিকের পরিবার। এর পরে স্টেশন থেকে টোটো ধরে পাঁচ জন মিলে চাঁচলের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু সামসি বাইপাস রোডের কাছে বেপরোয়া একটি লরির ধাক্কায় টোটো দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় মিনসারুলের। জখম হয়েছেন তাঁর স্ত্রী-সহ আরও চারজন। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে তাঁদের ছয় মাসের শিশুকন্যা।

    চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন মৃতের স্ত্রী রাবেনা খাতুনের অভিযোগ,‘হরিয়ানায় বাংলাদেশি অভিযোগে ব্যাপক ধরপাকড় চলছে । এক সপ্তাহ আগে আমাদের বাংলাদেশি অভিযোগে পুলিশ ধাওয়া করে ধরার চেষ্টা করেছিল। দু’দিন জঙ্গলে লুকিয়ে থেকে কোনওরকমে ট্রেন ধরে পালিয়ে প্রাণে বেঁচেছি।’

    স্বামীর মৃত্যুর খবরে শোকাহত রাবেয়ার দাবি, হরিয়ানায় যদি পুলিশের অত্যাচার না হতো তাহলে মালদায় ফিরে আসতে হতো না আর দুর্ঘটনায় মিনসারুলের মৃত্যুও হতো না। মৃতের মায়ের অভিযোগের আঙুলও হরিয়ানা পুলিশের দিকেই। তিনি জানান, বাংলাদেশি বলে মিথ্যে ধরপাকড় শুরু না হলে এ ভাবে তাড়াহুড়োয় ছেলেকে বাড়ি ফিরত না ছেলে।

    পুলিশ জানিয়েছে, নিহত যুবকের মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই আটক করা হয়েছে ঘাতক লরিটিকে তবে চালক পলাতক।

    ভিন রাজ্যে অত্যাচারিত হয়ে রাজ্যে ফিরে আসার ঘটনা এই প্রথম নয়। ইতিমধ্যেই শাসকদল তৃণমূল ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে এমন অত্যাচারের ঘটনা নিয়ে সরব হয়েছে। সংসদের বাইরে এই নিয়ে ধর্নাও দেন তৃণমূলের সাংসদরা।

  • Link to this news (এই সময়)