শান্তিনিকেতনের সোনাঝুরির জঙ্গল থেকে উদ্ধার হলো এক মহিলার দেহ। প্রতি শনিবার যেখানে হাট বসে, বৃহস্পতিবার ঠিক তার পিছনের জঙ্গল থেকে উদ্ধার হয় ওই মহিলার দেহ। এই মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য।
এলাকার লোকজনের অনুমান, মহিলা স্থানীয় বাসিন্দা নন। তিনি পর্যটক হতে পারেন বলেও মনে করা হচ্ছে। শান্তিনিকেতন থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। বোলপুর মহকুমা হাসপাতালে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, দেহটি পড়ে ছিল মাটিতে। গলায় ওড়না জড়ানো ছিল। পরনে ছিল সালোয়ার কামিজ। মুখে, জামায় কাদা মাখা। মাথার কাছে আঘাতের চিহ্ন। মুখের পাশে রক্তের দাগ। দিয়ে। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, মহিলাকে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না এলে নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানানো হয়েছে।
সারা বছর পর্যটকদের ভিড় শান্তিনিকেতনে। যার অন্যতম আকর্ষণ সোনাঝুরির হাট। আগে শনিবার করে এই হাট বসলেও এখন সপ্তাহের প্রায় প্রতিদিনই তাঁদের পসরা নিয়ে দোকানিরা বসেন। চারিদিকে হোমস্টে, হোটেলের ছড়াছড়ি।
বৃহস্পতিবারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বেড়েছে। এই ধরনের ঘটনায় আগে কখনও সোনাঝুরির জঙ্গলে শোনা যায়নি বলেই দাবি তাঁদের। এ দিকে এ দিন সকাল থেকে খোয়াই হাট সংলগ্ন এলাকায় টহল বাড়িয়েছে পুলিশ।