• বন্ধ হচ্ছে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঝাঁপ বন্ধ করছে শতাব্দী প্রাচীন ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ (সিএসই)? শেয়ার মার্কেট থেকে নাম তোলার জন্য ইতিমধ্যেই নির্দিষ্ট প্রক্রিয়া মেনে আবেদন করেছে তারা। বিষয়টি বর্তমানে সেবির (সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া) বিবেচনাধীন রয়েছে। মঙ্গলবার এই কথা জানিয়েছে কেন্দ্র। এদিন এই ব্যাপারে অর্থমন্ত্রককে লিখিত প্রশ্ন করেন বিজেপির রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্য। তারই লিখিত জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী লিখিতভাবে জানিয়েছেন, গত ১৮ ফেব্রুয়াকি ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ ‘ভলান্টারি এক্সিট’এর জন্য প্রস্তাব জমা দিয়েছে। বিষয়টি সেবি খতিয়ে দেখছে।
  • Link to this news (বর্তমান)