• পরিচারিকার অ্যাকাউন্টে ৯.৫ লক্ষের হদিশ, চুরির তদন্তে নেমে তাজ্জব পুলিশ
    এই সময় | ০৭ আগস্ট ২০২৫
  • অর্পিতা হাজরা

    এক পরিচারিকার বছরে আয় সাড়ে ন’লক্ষ টাকা। তিনি নিয়ম মেনে ইনকাম ট্যাক্সও জমা দিয়েছেন!

    গড়িয়াহাটের ম্যান্ডেভিলা গার্ডেন্সের মঞ্জু গুপ্তার আয়ের এমন বহর দেখে তাজ্জব হয়ে গিয়েছেন পুলিশ কর্মীরাও। বাজেয়াপ্ত করা হয়েছে সব নথি। যে বাড়িতে তিনি কাজ করতেন, সেখানকার গৃহকর্তার একটি চুরির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তের আয় সংক্রান্ত তথ্য সামনে এসেছে।

    পুলিশ জানিয়েছে, মঞ্জু ওই আবাসন থেকে মাসে প্রায় ৮৫ হাজার টাকা বেতন পেতেন। কসবায় তাঁর দু’দুটি ফ্ল্যাট রয়েছে। তদন্তকারীদের ধারণা, দফায় দফায় চুরি করা জিনিসপত্র বেচে বিপুল আয় করেছেন ওই পরিচারিকা। যদিও পুলিশকে অভিযুক্ত জানিয়েছেন, বেতন হিসেবে ওই টাকা উপার্জন করেছেন তিনি।

    মঞ্জু গুপ্তার বয়স ৪০। ৬ বছর ধরে ম্যান্ডেভিলা গার্ডেন্সে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে কাজ করেন। সম্প্রতি ইনকাম ট্যাক্স রির্টানে তিনি উল্লেখ করেছেন ৯.৫ লক্ষ টাকা তাঁর বাৎসরিক আয়। যা দেখে অবাক হয়ে গিয়েছেন পুলিশ কর্মীরাও।

    পুলিশ সূত্রে খবর, গত ২০ জুলাই গৃহকর্তা–ব্যবসায়ী দেখতে পান তাঁর বিলাসবহুল আবাসনের ফ্ল্যাট থেকে চুরি গিয়েছে প্রায় ২ কোটি টাকার গয়না। এরপর পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

    ব্যবসায়ী জানান, মোট ৬ জন পরিচারক–পরিচারিকা থাকলেও মঞ্জু পুরোনো হওয়ায় ফ্ল্যাটের চাবি তাঁকে দেওয়া ছিল। সেই সুযোগ নিয়ে মাঝেমধ্যেই তিনি হাতসাফাই করতেন। শেষ পর্যন্ত গত ২৭ জুলাই ব্যবসায়ী গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ ম্যান্ডেভিলা গার্ডেন্স থেকেই মঞ্জুকে গ্রেপ্তার করে।

    যদিও অভিযুক্তের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্যের দাবি, ‘ওই পরিচারিকা মাসে প্রায় ৮০ হাজার টাকা বেতন পান। তিনি ওই ফ্ল্যাটের যাবতীয় কাজ করেন। কিছুদিন আগে গৃহকর্তার সঙ্গে কোনও একটি বিষয়ে মনোমালিন্য হওয়ায় মঞ্জু বেতন চাইলে ব্যবসায়ী তা না দিয়ে উল্টে চুরির অভিযোগ দায়ের করেন।’

    এ বিষয়ে সরকারি আইনজীবী শুভাশিস ভট্টাচার্য বলেন, ‘চুরির তদন্তে নেমে পরিচারিকার ইনকাম ট্যাক্স রির্টানের নথি বাজেয়াপ্ত করে পুলিশ। সেখানে বছরে ৯.৫ লক্ষ টাকা আয় দেখানো হয়েছে। এই বিপুল অর্থ চুরি যাওয়া জিনিস বিক্রি করে পেয়েছেন ওই পরিচারিকা।’

    পুলিশ সূত্রে খবর, সোনার চেন, লকেট, ডায়মন্ড নেকলেস, পেন‍ডেন্ট, ব্রেসলেট সহ প্রায় ৩৬ রকমের দামি গয়না চুরি গিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত পরিচারিকা ৯ অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছেন।

  • Link to this news (এই সময়)