রাস্তার কাজে অনিয়মের অভিযোগ তুলে তা বন্ধ করে দিলেন গ্রামবাসীর একাংশ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে তেহট্ট ১ ব্লকের বাগাখালি গণেশখালি শনি মন্দির পাড়ায়। তবে এলাকার কিছু মানুষ জনগণকে ভুল বুঝিয়ে এমনটা করাচ্ছেন বলে অভিযোগ ঠিকাদারদের। বেশ কিছু সময় পরে কাজ শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবনাথপুর বাজার সংলগ্ন এলাকা থেকে হাটখোলা পাড়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে সংস্কারের কাজ শুরু হয়। এই রাস্তার জন্য অনুমোদন করা হয়েছে সাড়ে তিন কোটি টাকা। প্রায় তিন বছর ধরে ওই রাস্তা বেহাল ছিল। খাদে ভর্তি রাস্তায় যাতায়াতে সমস্যায় পড়তেন সাধারণ মানুষ। ওই রাস্তা ধরে রামজীবনপুর গ্রামের হাজার হাজার মানুষকে যাতায়াত করতে হয়।
সেই দাবি মেনেই রাস্তার জন্য অর্থ অনুমোদন করে কেন্দ্রীয় সরকার। এক মাস আগে রাস্তার কাজ শুরু হয়। তবে বৃষ্টির কারণে কাজ কিছু দিন বন্ধ ছিল। এক সপ্তাহ আগে ফের কাজ শুরু হয়। রাস্তায় পাথর ঠিক মতো দেওয়া হচ্ছে না— এই অভিযোগ তুলে এ দিন কাজ বন্ধ করে দেয় সাধারণ মানুষ। বাসিন্দাদের মধ্যে বাবলু মালাকার, শম্ভু কীর্তনীয়ারা বলেন, “রাস্তার কাজে নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে। ঠোকা দিলেই ভেঙে যাচ্ছে।” নাটনা পঞ্চায়েতের সদস্য তথা কৃষি ও প্রাণিসম্পদের সঞ্চালক পরিমল মজুমদারের দাবি, “ভাল কাজ হচ্ছিল না। তাই জনগণ রাস্তায় কাজ বন্ধ করে দেয়।”
ঠিকাদারদের অবশ্য দাবি, এলাকার কিছু মানুষ সমস্যা তৈরি করছেন। তা ছাড়া মঙ্গলবার ইঞ্জিনিয়ার এসে কাজ দেখে গিয়েছেন। যে ইটের কথা বলা হচ্ছে, তা আগেই পাল্টে দেওয়া হয়েছে। ঠিকাদারদের মধ্যে দিব্যেন্দু ঘোষ বলেন, “ভিত্তিহীন অভিযোগ। এই কাজে পাঁচ বছরের দায়বদ্ধতা থাকে আমাদের। পাশাপাশি রাজ্য ও কেন্দ্র থেকে একাধিক বার পরিদর্শনের পরে তবেই বিল পাস হয়। অর্থাৎ, আমাদের সঠিক কাজ করতেই হবে। বিষয়টি আমরা প্রশাসনে জানিয়েছি।”