একুশের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের ২২ টির মধ্যে ২০ টি আসন তৃণমূলের ঝুলিতে এসেছে। আবার চব্বিশ সালের লোকসভা নির্বাচনেও মুর্শিদাবাদের তিনটি আসন নিজেদের পকেটে ঢুকিয়েছে রাজ্যের শাসক দল। এই দুটি নির্বাচনে এত ভাল ফলাফলের পরেও মুর্শিদাবাদের বহু বুথে হেরেছে তৃণমূল। বিশেষ করে শহর এলাকাগুলিতে বিভিন্ন বুথে শাসকদলের ফলাফল খুবই খারাপ হয়েছে। তা নিয়ে দলে অসন্তোষ রয়েছে। হেরে যাওয়া বুথে সাংগঠনিক রদবদলের দাবিও উঠেছে দলের অন্দরে। এ বারে ১০০ টির বেশি ভোটে হেরে যাওয়া বুথগুলিতে সাংগঠনিক দায়িত্ব বদলের কথা ভাবতে বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বুধবার বহরমপুরে জেলা কার্যালয়ে বৈঠক করল তৃণমূল। সেখানে দলের জেলা সভাপতি অপূর্ব সরকার থেকে শুরু করে দলের জেলার চেয়ারম্যান নিয়ামত শেখ, দলের বিধায়ক, ব্লক ও শহর সভাপতি, পুরপ্রধানেরা উপস্থিত হয়েছিলেন। সেখানেই মঙ্গলবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকা কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
অপূর্ব বলেন, ‘‘গতকালের ভিডিয়ো বৈঠকে অঞ্চল, ব্লক, শহরের সভাপতিদের পাশাপাশি সাংসদ, বিধায়কেরা ছিলেন। বুথ ও অঞ্চল স্তরের অনেক সভাপতির বয়সও হয়েছে। বেশ কিছু বুথে আমরা হেরেছি। অঞ্চল ব্লক সভাপতিরা সাংগঠনিক রদবদলের বিষয়ে আলোচনা করে আমাদের কাছে প্রস্তাব পাঠাবেন। আমরা সেই প্রস্তাব রাজ্যে পাঠাব। দলের রাজ্য নেতৃত্ব অনুমোদন দিলে সেই মতো পদক্ষেপ করা হবে।’’
বহরমপুরের পুরপ্রধান তৃণমূলের নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, ‘‘এ দিন জেলা সভাপতি ও দলের জেলার চেয়ারম্যান বৈঠক করে সে সব নির্দেশিকা কার্যকর করার কথা বলেছেন। আমরা সেই নির্দেশিকা দ্রুত কার্যকর করব।’’