• জগন্নাথ মন্দির নিয়ে কৌস্তুভের মামলা খারিজ করে দিল হাই কোর্ট! রাজ্যের আপত্তি মেনে কী নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ?
    আনন্দবাজার | ০৭ আগস্ট ২০২৫
  • জগন্নাথ মন্দির নিয়ে আইনজীবী, বিজেপি নেতা কৌস্তুভ বাগচীর জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। রাজ্যের আপত্তি মেনে তাঁকে নতুন করে জনস্বার্থ মামলা দায়ের করতে বলল উচ্চ আদালত।

    বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানায়, মামলার বর্তমান অবস্থা নিয়ে তারা কোনও মন্তব্য করবে না। তবে উপযুক্ত তথ্য ও নথি জুড়ে নতুন করে মামলা দায়ের করার স্বাধীনতা দেওয়া হয়েছে আইনজীবীকে।

    জগন্নাথ মন্দির নিয়ে হাই কোর্টে আগে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন কৌস্তুভ। বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে অতিরিক্ত হলফনামা জমা দিতে চান তিনি। তাতে আপত্তি জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। মামলার মাঝে অতিরিক্ত হলফনামা দেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাজ্যের সেই আপত্তি মেনে নিয়েছে আদালত।

    প্রসঙ্গত, কৌস্তুভ যে মামলাটি করেছিলেন, তাতে তাঁর বক্তব্য ছিল, ট্রাস্টের নামে মন্দির পরিচালিত হচ্ছে। ট্রাস্টে অনুদান দিলে হিডকো দফতরের ঠিকানা দেখানো হচ্ছে। সরকার কি মন্দির তৈরি করতে পারে? এই মন্দিরের নিরাপত্তার জন্য সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছিলেন মামলাকারী। তিনি আবেদনে জানিয়েছিলেন, ‘সংবেদনশীল ধর্মীয় স্থানে’ এই সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করা হলে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে। তাঁদের নিয়োগে স্বচ্ছতার অভাব রয়েছে বলেও অভিযোগ করেছিলেন মামলাকারী।
  • Link to this news (আনন্দবাজার)