ভুয়ো ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান খুলে ডিগ্রি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের মামলায় ফের কোর্টের তোপের মুখে পড়ল রাজ্য পুলিশ। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ মৌখিক নির্দেশ দিয়েছে, এ দিনই নিম্ন আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দিতে হবে পুলিশকে। তদন্তকারী অফিসারের উদ্দেশে বিচারপতি বসাক বলেন, ‘‘আজকের মধ্যে চার্জশিট দিন অথবা পুরো ঘটনার পাশাপাশি আপনার বিরুদ্ধেও সিবিআই তদন্তের নির্দেশ দেব।’’ আজ, বৃহস্পতিবার ফের শুনানি হবে।
মামলাকারী প্রেমানন্দ মুখোপাধ্যায়ের আইনজীবী মধুসূদন সরকার, সৌরভ মণ্ডল এবং মৌসমজিৎ সরকারের বক্তব্য, তাঁদের মক্কেলের ছেলে ২০১২ সালে আইআইপিএম নামে প্রতিষ্ঠানে ১৭ লক্ষ টাকা দিয়ে ভর্তি হয়েছিলেন। ২০১৫ সালে ওই প্রতিষ্ঠান পাততাড়ি গুটিয়ে নেয়। পুলিশে অভিযোগ করলেও তদন্ত ঠিক মতো হয়নি। তাই সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে।
ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, প্রাথমিক ভাবে অভিযোগপত্রে দেওয়া তথ্যপ্রমাণ থেকেই অপরাধের প্রমাণ পাওয়া যায়। কিন্তু ‘অজ্ঞাতকারণে’ পুলিশ চার্জশিট দিতে চাইছে না। বিচারপতি বসাক বলেন, ‘‘ছাত্র ব্যাঙ্কে টাকা জমা দিলেন। সেই টাকা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে জমা পড়ল। অথচ তদন্তকারী অফিসার বলছেন, প্রয়োজনীয় প্রমাণ নেই!’’ রাজ্যের কৌঁসুলি জানান, প্রতিষ্ঠানের মালিকেরা দিল্লিতে থাকেন। তাই তদন্ত করতে বাড়তি তিন সপ্তাহ সময় প্রয়োজন। বিচারপতি বসাকের মন্তব্য, ‘‘দিল্লি যেতে ২১ দিন লাগে! আপনাদের জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করতে হবে?’’