• কলকাতার সব হেরিটেজ ভবন পাবে ‘গ্রেড’, বৈজ্ঞানিক পদ্ধতিতে শিবপুরের বিশেষজ্ঞদের পরামর্শে কাজ শুরু করল পুরসভা
    আনন্দবাজার | ০৭ আগস্ট ২০২৫
  • কলকাতা শহরের প্রতিটি ঐতিহ্যশালী ভবন এবার ‘গ্রেড’ পাবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। হেরিটেজ ভবন সংরক্ষণ ও সঠিক মূল্যায়নের লক্ষ্যে এ বার প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে গ্রেড নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়ার জন্য গঠিত হয়েছে একটি বিশেষজ্ঞ কমিটি, যেখানে শিবপুর আইআইইএসটি-র আর্কিটেকচার বিভাগের অধ্যাপকেরা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। সম্প্রতি কলকাতা পুর কমিশনারের উপস্থিতিতে পুর-হেরিটেজ কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে শহরে মোট ১৩৯২টি হেরিটেজ তালিকাভুক্ত রয়েছে। তার মধ্যে ৭১৭টি রয়েছে ‘গ্রেড ওয়ান’-এর তালিকায়। তবে আরও ৩০৫টি ভবনের গ্রেড এখনও নির্ধারিত হয়নি। এ বার সেই ভবনগুলির গ্রেড নির্ধারণ করতে ময়দানে নামল পুরসভা।

    পুরসভা জানাচ্ছে, এত দিন পর্যন্ত কিছু পুঁথিগত ধ্যানধারণার উপর ভিত্তি করেই গ্রেড নির্ধারিত হতো। কিন্তু এ বার থেকে পুরো বিষয়টি হবে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে। সংশ্লিষ্ট ভবনের স্থাপত্যগত মূল্য, ঐতিহাসিক গুরুত্ব ও বর্তমান বাজারমূল্য-সহ নানা দিক বিবেচনা করে তথ্য সংগ্রহ করা হবে। এর পর সেগুলি একটি বিশেষ সফ্‌টঅয়্যারে বিশ্লেষণ করে চূড়ান্ত গ্রেড নির্ধারণ করবেন বিশেষজ্ঞেরা।

    পুরসভার এক শীর্ষ আধিকারিক বলেন, “এই প্রথম কোনও নির্দিষ্ট ও স্বীকৃত বৈজ্ঞানিক পদ্ধতিতে হেরিটেজ গ্রেডেশন করা হচ্ছে। এই পদ্ধতি শুধু ভারতে নয়, সারা বিশ্বেই ব্যবহৃত হচ্ছে।”

    বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, গ্রেড ওয়ান হেরিটেজ ভবনগুলিতে কিউআর কোড বসানো হবে, যাতে সাধারণ মানুষ সেই ভবনের ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। পুরসভা জানাচ্ছে, ভবিষ্যতে শুধু নতুন ভবনের জন্য নয়, শহরের সমস্ত হেরিটেজ ভবনের পুনরায় গ্রেড মূল্যায়ন করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগে শহরের ঐতিহ্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা সংরক্ষণের দিকেও এক বড় পদক্ষেপ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
  • Link to this news (আনন্দবাজার)