পিছু ছাড়ছে না বৃষ্টি! আজও ভাসবে তিলোত্তমা-সহ এই জেলাগুলো
প্রতিদিন | ০৭ আগস্ট ২০২৫
নিরুফা খাতুন: ঘূর্ণাবর্ত, নিম্নচাপের দাপটে দীর্ঘদিন ধরে বৃষ্টি চলছে বঙ্গে। জলযন্ত্রণায় জেরবার বহু এলাকার বাসিন্দারা। স্বাভাবিকভাবেই সকলের মনেই প্রশ্ন, কবে দেখা মিলবে রোদের। কিন্তু এখনও সুখবর শোনাতে পারল না হাওয়া অফিস। জানা গিয়েছে, বৃহস্পতিবারও বৃষ্টিতে ভাসবে তিলোত্তমা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা।
হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখার উত্তরবঙ্গের উপরে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর, চণ্ডিগড়, দেরাদুন, গোরখপুর থেকে জলপাইগুড়ি হয়ে উত্তর-পূর্ব দিকে এগিয়ে হিমালয়ের পাদদেশ এলাকা অরুনাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাঞ্জাব ও সংলগ্ন এলাকায়। নতুন করে দক্ষিণ বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামিকাল, শুক্রবার। উত্তর-পূর্ব অসম এবং মধ্য বাংলাদেশের উপর রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম বিহার থেকে মধ্য বাংলাদেশের ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখা যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঢুকেছে। এর প্রভাবে আজ বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস।
জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ফের অতিভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায়। কোচবিহারে ভারীবৃষ্টির সতর্কতা। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার, শনিবার এবং রবিবার তিনদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। সোমবারে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকায় জলস্তর বাড়বে।