• শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বেরিয়ে বেপাত্তা! ২২ দিন পর জঙ্গলে মিলল যুবকের বস্তাবন্দি দেহ
    প্রতিদিন | ০৭ আগস্ট ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন যুবক। কিন্তু আর বাড়ি ফেরেননি যুবক। পরিবারের লোকজন থানায় নিখোঁজ ডায়েরি করলেও লাভ হয়নি। ২২ দিন পর রবীন্দ্রনগর থানা এলাকার জঙ্গল থেকে উদ্ধার হল বস্তাবন্দি দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়িয়েছে রবীন্দ্রনগরে। পরিবারের দাবি, ঘটনার নেপথ্যে মিঠু নামে এক ব্যক্তি। কিন্তু কেন এই নারকীয় কাণ্ড? নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কিছু? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    জানা গিয়েছে, মৃত যুবকের নাম তাজুদ্দিন। গত ১৬ জুলাই শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু তারপর থেকে পরিবারের সদস্যরা আর যোগাযোগ করতে পারেনি তাঁর সঙ্গে। এক কথায় ভ্যানিশ হয়ে গিয়েছিলেন তিনি। এরপর ১৭ তারিখ তাজউদ্দিনের মোটরবাইক পড়ে থাকতে দেখা যায় মহেশতলার আকড়া স্টেশনের পাশে। সঙ্গে সঙ্গে স্থানীয় রাজাবাগান থানায় নিখোঁজ ডায়েরি করে যুবকের পরিবারের লোকজন। এরপর বুধবার সন্ধ্যায় রবীন্দ্রনগর থানা এলাকার পাঁচুর গাজি পাড়ার একটি জঙ্গল থেকে উদ্ধার হল যুবকের বস্তাবন্দি পচাগলা দেহ। রাতেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    মৃতের পরিবারের দাবি, তাঁদের বাড়ির ছেলেকে খুন করা হয়েছে। কিন্তু কেন এমন ঘটনা তা এখনও পরিষ্কার নয়। এই ঘটনায় পরিবারের লোকজন মিঠু নামে এক ব্যক্তির দিকে অভিযোগের আঙুল তুলেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরও হয়েছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে। খুনের ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 
  • Link to this news (প্রতিদিন)