আগস্টের ২ তারিখ থেকে শুরু হয়েছে পাড়ায় সমাধান কর্মসূচি। পূর্ব বর্ধমানের জামালপুরের বিভিন্ন ক্যাম্পগুলিতে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। ক্যাম্পগুলিতে উপচে পড়ছে মানুষের ভিড়। আর সাধারণ মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে শিবিরগুলিতে চলছে ধারাবাহিক নজরদারি। জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা একযোগে শুরু করেছেন পরিদর্শন।
বুধবার কালনার পূর্বস্থলী এলাকায় স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এদিন নাদনঘাট অর্জুনপুকুর প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে যান। দীর্ঘ সময় বুথ ক্যাম্পে থাকেন। প্রতিটি লোকের সঙ্গে কথা বলেন। সাধ্যমতো সরকারি কর্মীদের দিয়ে সাধারণ মানুষের কাজের সমাধান করেন। বহু মানুষ এদিন শিবিরে হাজির হন।
এদিকে জামালপুর অঞ্চল ও বেরুগ্রাম অঞ্চলেও শিবিরগুলিতে উপচে পড়ছে ভিড়। চকদিঘি অঞ্চলের পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয় ও বেরুগ্রাম অঞ্চলে চক্ষণযাদি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্প দুটি করা হয়। শিবির দুটি পরিদর্শন করতে সেখানে উপস্থিত হন বিধায়ক অলোককুমার মাঝি, বিডিও রাহুল বিশ্বাস, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, আজাদ রহমান, সাহাবুদ্দিন শেখ-সহ অন্যান্যরা।
ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব অভিযোগ শোনেন। খুব দ্রুত পর্যবেক্ষণের পর সেগুলি কার্যকর করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। মেহেমুদ খান বলেন, পাড়ায় সমাধানের মাধ্যমে এখনো পর্যন্ত যাঁরা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাননি বা এলাকার কোনো রাস্তা, আলো, নিকাশির প্রয়োজন থাকলে সেগুলিও দ্রুত করে দেওয়া হবে। মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে এই সরকার দায়বদ্ধ।