ফেলে দেওয়া প্লাস্টিক বোতল দিয়ে পরিবেশ বান্ধব জিনিস তৈরি পুরুলিয়ায়
দৈনিক স্টেটসম্যান | ০৭ আগস্ট ২০২৫
ফেলে দেওয়া প্লাস্টিকের জলের বোতল দিয়ে বসার জায়গা, গার্ডওয়াল তৈরি করেছে পুরুলিয়ার বেশ কয়েকটি ব্লক। জানা গিয়েছে, পুরুলিয়া জেলায় ২০ টি ব্লকেই প্লাস্টিকের জলের বোতল দিয়ে বসার জায়গা তৈরি করা হবে। অনেক ব্লকে ইতিমধ্যেই এই কাজ শুরু হয়ে গিয়েছে কিন্তু সম্পূর্ণ শেষ হয়নি। সাঁতুড়ি ব্লকে বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতির রুমের সামনে দেড় ফুট দৈর্ঘ্য ও আড়াই ফুট প্রস্থ বসার আসনটির কাজ সম্পূর্ণ হয়েছে।
বিভিন্ন কাজ নিয়ে প্রত্যহ বহুজন আসেন বিডিও অফিসে। বিডিও ও সভাপতি ব্যস্ত থাকলে অনেক সময় কাজ নিয়ে আসা সাধারণ মানুষকে অপেক্ষা করতে হয়। তাই অন্তত দুইজন যাতে বসতে পারে তারই ব্যবস্থা করা হয়েছে। নিতুড়িয়া, রঘুনাথপুর ১, কাশীপুর ব্লকে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। শুধু ব্লকই না, ব্লকের অধীন বিভিন্ন গ্রামপঞ্চায়েতে বসার চেয়ার ছাড়াও গার্ডওয়াল তৈরি করা হয়েছে প্লাস্টিকের বোতল দিয়ে। এছাড়াও গাছের নিচের চারপাশ বোতল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। সেখানেও অনেকে বসতে পারবেন।
সাঁতুড়ির বিডিও পার্থ দাস বলেন, প্লাস্টিক সহজে পচে না, তাই এটি পরিবেশের বিভিন্ন অংশে দীর্ঘকাল ধরে থেকে যায়। মাটি, জল ও বাতাসকে দূষিত করে। প্লাস্টিককে যাতে অন্যভাবে কাজে লাগানো যায়, তাই নেওয়া হয়েছে এই উদ্যোগ। আমরা সাধারণত জল খাবার পর বোতলগুলো ফেলে দিই। সেই বোতল দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। ফেলে না দিয়ে আমরা বোতলগুলো ব্যবহার করে একটি বসার আসন তৈরি করেছি।
বিডিও -র সংযোজন, ১০০ টি প্লাস্টিকের জলের বোতল দিয়ে বসার চেয়ারটি তৈরি করা হয়েছে। জনসাধারণের জন্য সাঁতুড়ি ব্লক প্রাঙ্গনে দুটো চেয়ার করা হয়েছে। তাঁর দাবি, এই ব্লকের ছয়টি পঞ্চায়েতেই গাছের নিচে চারপাশ ঘিরে বসার জায়গা তৈরি করা হয়েছে।