বিভীষিকার সেই দিনের বছর ঘুরতে চলল। ৯ অগাস্ট একবছর কেটে যাবে। সেই ভয়াবহ ঘটনা, যা গোটা দেশ শুধু নয়, আন্তর্জাতিক দুনিয়াও শিউরে উঠেছিল। কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুন। নৃশংস ঘটনার বছর ঘুরছে।
আজ দিল্লিতে শাহ-সাক্ষাতে নির্যাতিতার মা-বাবা
ইতিমধ্যেই ৯ অগাস্ট নবান্ন অভিযানে নামছেন আরজিকর কাণ্ডে নির্যাতিতা তরুণীর মা-বাবা। বিজেপি-র তরফেও দাবি করা হয়েছে, ওই অভিযানে কোনও দলের পতাকা থাকবে না। দল-মত নির্বিশেষে অভিযানে যোগ দিতে পারেন। নবান্ন অভিযানের আগে বুধবার দিল্লি গিয়েছেন নির্যাতিতার মা-বাবা। আজ অর্থাত্ বৃহস্পতিবার তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন। অন্যদিকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন, ৯ অগাস্ট নবান্ন অভিযানে তাঁরা থাকবেন না। ৮ অগাস্ট তাঁরা পৃথক কর্মসূচি করবেন।
একবছর পেরিয়ে গেলে সাপ্লিমেন্টারি চার্জশিট নেই
দিল্লির বিমান ধরার আগে কলকাতা বিমানবন্দরের বাইরে নির্যাতিতার মা, বাবা জানালেন, বিচারের দাবিতেই দিল্লির পথে তাঁরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে ঘটনার বিচার চাওয়া ছাড়াও সিবিআই এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তাঁরা। তাঁদের দাবি, এক বছর পেরিয়ে গেলেও সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়নি। এখনও কোনও পদক্ষেপ নেওয়া হল না। অভিযুক্তদের শাস্তি তো দূরের কথা, তদন্তের গতিও অত্যন্ত ধীর। নির্যাতিতার মায়ের কথায়, ‘দিল্লিতে আমাদের অনেকগুলি কর্মসূচি আছে। আমাদের হিয়ারিং আছে। তা নিয়ে আইনজীবীর সঙ্গে কথা বলব। মেয়ের বিচারের দাবিতে আমরা সরব থাকব।’
বস্তুত, ৯ অগাস্টের নবান্ন অভিযান রুখতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে। মামলাকারীর দাবি, ওই অভিযানে স্বাভাবিক জনজীবন ব্যাহত হবে। যদিও নির্যাতিতার বাবার প্রশ্ন, একুশে জুলাই তৃণমূলের সভাতেও তো জনজীবন ব্যাহত হয়। তাঁর কথায়, 'আমার মেয়েটা বিচার পাক, এরা চায় না।'
নবান্ন অভিযানে নেই সেই জুনিয়র ডাক্তাররা
একদিকে যখন নির্যাতিতা তরুণী ডাক্তারের মা-বাবা নবান্ন অভিযানের তোড়জোড় করছেন, তখন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা আবার জানিয়ে দিয়েছেন, তাঁরা ওই অভিযানে নেই। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বক্তব্য, ওই অভিযানের কথা ঘোষণা করেছেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলছেন, 'আমরা আগেও রাজনৈতিক কর্মসূচি থেকে দূরত্ব রেখেছি। এখনও রাখব। আমাদের পক্ষে এই অভিযানে থাকা সম্ভব নয়। আমরা মনে করি, যদি নির্যাতিতার বাবা-মা নিজে কর্মসূচির ডাক দিতেন, সকলে তাতে যোগদান করত, তা হলে অন্য বিষয় হত।' ৮ অগাস্ট আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-এর নিজস্ব কর্মসূচি রয়েছে। ওই দিন রাত ১২টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত মশাল মিছিলে নামছেন।