• Live: আমেরিকা ৫০% শুল্ক চাপালেও নত হবে না ভারত, হুঙ্কার মোদীর
    এই সময় | ০৭ আগস্ট ২০২৫
  • আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে হুঙ্কার দিলেন মোদী। স্পষ্ট জানালেন, দেশের কৃষক, মৎস্যজীবী, পশুপালকদের স্বার্থের সঙ্গে কোনও আপোস করবে না ভারত।

    আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ভারতীয় পণ্যে শুল্কের পরিমাণ বেড়ে হয়েছে ৫০ শতাংশ। এই ঘোষণা পরের দিনই ধসের কবলে দেশের শেয়ার বাজার। বৃহস্পতিবার বাজার খোলার পর সেনসেক্স ও নিফটি৫০-র পতন হয়েছে। দুই সূচকই কমেছে ০.২০ শতাংশের আশপাশে।

    বৃহস্পতিবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। 

    শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ। এই নিয়ে এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে শান্তিনিকেতন থানার পুলিশ।

    ইউনাইটেড এয়ারলাইন্সের সমস্ত ফ্লাইটকে অস্থায়ী ভাবে বিমানবন্দরে দাঁড় করিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। যান্ত্রিক সমস্যার কারণে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। ফলে আমেরিকার বহু যাত্রী সমস্যায় পড়েছেন।

    ঘানার ঘন জঙ্গলে ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার। দুর্ঘটনায় মৃত্যু সেখানকার প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামা এবং পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মহম্মদ-সহ আট জনের। সেনার ওই হেলিকপ্টার অ্যাক্রা থেকে ওবুয়াসি যাচ্ছিল। বুধবার সকালে অ্যাক্রা থেকে ওড়ার কিছুক্ষণ পরে হেলিকপ্টারের সঙ্গে রেডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সূত্রের খবর, ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়।

    বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বাসভবনে ‘ইন্ডিয়া’ জোটের নেতৃত্বরা নৈশভোজে একত্রিত হবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেখানে উপস্থিত থাকতে পারেন। রাজনৈতিক দিক থেকে এই সাক্ষাৎকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

    বৃহস্পতিবারও সুপ্রিম কোর্টে হবে  ডিএ মামলার শুনানি।  বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ এই মামলা শুনতে চলেছে। 

    আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্কের হার বৃদ্ধি পেয়ে ৫০ শতাংশ হয়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তে তোলপাড় পড়েছে। তবে অন্যান্য দেশের উপরেও খাড়া নেমে আসতে পারে, সেই ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প।

  • Link to this news (এই সময়)