নিজস্ব প্রতিনিধি, বারাসত: জমা জলে দীর্ঘক্ষণ পড়ে থেকে মৃত্যু হল যুবকের। ঘটনাটি বারাসত পুরসভার চার নম্বর ওয়ার্ডের লোকনাথ সরণির। মৃতের নাম সায়ক চক্রবর্তী (৩৮)। ঘটনার জেরে বারাসত পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয়রা। টানা বৃষ্টিতে ১০ দিন ধরে জল জমে রয়েছে বারাসত পুরসভার চার নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায়। মঙ্গলবারের পর বুধবারও দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ।
বারাসত পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের লোকনাথ সরণিতে ভাড়া বাড়িতে মাকে নিয়ে থাকতেন সায়ক। স্ত্রী ও সন্তান থাকে অন্যত্র। এদিন সকালে ঘরের ভিতরে জমা জলের মধ্যে সায়ককে পড়ে থাকতে দেখেন বৃদ্ধা মা। প্রতিবেশীরা সায়ককে উদ্ধার করে নিয়ে আসেন বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপতালে। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, মাঝেমধ্যেই ভাড়াবাড়িতে বসত নেশার আসর। নেশাগ্রস্ত অবস্থায় জলে পড়ে গিয়ে সে আর উঠতে পারেনি।