সংবাদদাতা, কাকদ্বীপ: যোগ দেওয়ার পর প্রায় একমাস হতে চললো। আর অফিসে আসেননি পাথরপ্রতিমার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের (বিএলআরও) আধিকারিক। ফলে সমস্যায় পড়েছেন এই ব্লকের বাসিন্দারা। জানা গিয়েছে, গত জুলাই মাসের প্রথম সপ্তাহে ওই ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পুরনো আধিকারিক বদলি হয়ে যান। এরপরই নতুন ওই আধিকারিক এই পদে যোগ দেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাত জুলাই নতুন আধিকারিক এই অফিসে যোগ দিতে আসেন। কিন্তু তারপর থেকে তিনি আর আসেননি। ফলে বাসিন্দাদের হয়রানির শিকার হতে হচ্ছে।
এবিষয়ে পাথরপ্রতিমা ব্লকের এক বাসিন্দা শুকদেব আড়ি বলেন, এর মধ্যে পাঁচ দিন ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে এসেছি। কিন্তু এখনও পর্যন্ত নতুন আধিকারিকের দেখা পাইনি। রোজই ফিরে যেতে হয়েছে। খুব সমস্যার মধ্যে পড়েছি। কারণ এখন জমিতে চাষের সময়। ধান রোয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এই সময় জমি সংক্রান্ত বিষয় নিয়ে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়। কিন্তু নতুন আধিকারিক অফিসে না আসার কারণে এই ব্লকের বাসিন্দারা হয়রানির শিকার হচ্ছেন।
বিষয়টি নিয়ে বিরোধী দলের নেতারাও প্রতিবাদ জানিয়েছেন। পাথরপ্রতিমার সিপিএমের নেতা সত্যরঞ্জন দাস ও কংগ্রেসের ব্লক সভাপতি শুভ্রাংশু নায়েক বলেন, ১৫টি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই ব্লকটি গঠিত হয়েছে। তার মধ্যে নয়টি গ্রাম পঞ্চায়েত নদীবেষ্টিত এলাকায়। ওইসব এলাকার বাসিন্দারা দূরদূরান্ত থেকে কাজের জন্য এই অফিসে আসছেন। তাঁদের আর্থিক ক্ষতি হচ্ছে, সময়ও নষ্ট হচ্ছে। কিন্তু হয়রানি ছাড়া কিছুই মিলছে না।পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা বলেন, নতুন ওই আধিকারিকের পারিবারিক সমস্যার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েকদিনের মধ্যেই সব স্বাভাবিক হয়ে যাবে।
মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক (এসডিএলআরও) সনৎকুমার সর্দার বলেন, পাথরপ্রতিমার ভূমি সংস্কার দপ্তরের নতুন আধিকারিক ছুটিতে রয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন। -নিজস্ব চিত্র