• চাকলা যাওয়ার একাধিক রাস্তা বেহাল, শুরু সংস্কার
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ক’দিন পরেই জন্মাষ্টমী উপলক্ষ্যে ভক্তদের ভিড় উপচে পড়বে চাকলার লোকনাথ মন্দিরে। তার আগে সেখানে যাওয়ার একাধিক রাস্তা নিয়ে যথেষ্ট উদ্বেগে মন্দির কমিটি। গুরুত্বপূর্ণ ছ’টি রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। হেঁটে যাওয়াও বিপজ্জনক। তাই বুধবার জেলা প্রশাসনের আধিকারিকরা রাস্তা পরিদর্শন করেন। ঠিক হয়েছে, আজ, বৃহস্পতিবারই রাস্তাগুলি সারাইয়ের কাজ শুরু হবে।

    জন্মাষ্টমী উপলক্ষ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থী মূলত যশোর রোড ধরে বিড়া, বদর রোড হয়ে পৌঁছন চাকলার লোকনাথ মন্দিরে। অনেকে আবার টাকি রোড ধরে বেড়াচাঁপা মোড় থেকে মাটিকুমড়া হয়েও পৌঁছন সেখানে। গত কয়েকদিনের বৃষ্টিতে বিড়া, বদর রোড এবং মাটিকুমড়া থেকে চাকলা মন্দির পর্যন্ত রাস্তা বেহাল। অন্যদিকে হাসিয়া থেকে বেড়াচাঁপা যাওয়ার রাস্তাও তথৈবচ। ফলে ভক্তদের মন্দিরে আসা নিয়ে চিন্তায় রয়েছে মন্দির কমিটি। কয়েকদিন আগে প্রশাসনিক বৈঠকে রাস্তা সংস্কারের বিষয়টি ওঠে। তারপর এদিন এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন সভাধিপতি নারায়ণ গোস্বামী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আনিসুর রহমান (বিদেশ) সহ পূর্তদপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। ঠিক হয়েছে, মন্দিরে যাওয়ার ছোট পাঁচটি রাস্তা জেলা পরিষদের পক্ষ থেকে সংস্কার করা হবে। অন্যদিকে, হাসিয়া থেকে বেড়াচাঁপা যাওয়ার প্রায় ৬ কিলোমিটার রাস্তা পূর্তদপ্তর মেরামত করবে।

    এ বিষয়ে সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এদিন চাকলা মন্দিরে যাই। বড় হাসিয়ার রাস্তা সংস্কারের জন্য আমি পূর্তদপ্তরের মন্ত্রী পুলক রায়ের সঙ্গে কথা বলেছি। ইঞ্জিনিয়াররাও গোটা রাস্তা খতিয়ে দেখেছেন। মোট ছ’টি রাস্তা সারাইয়ের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে ১৪ আগস্টের মধ্যে। অন্যদিকে, আনিসুর রহমান বলেন, ভক্তদের কথা ভেবে আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন কাজ করেছি। দু’দিন বিভিন্ন পরিষেবাও দেওয়া হবে ব্লক প্রশাসনের পক্ষ থেকে।
  • Link to this news (বর্তমান)