বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে, রামনগর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতার ইস্তফা
বর্তমান | ০৭ আগস্ট ২০২৫
সংবাদদাতা, বনগাঁ: পদত্যাগ করলেন গাইঘাটা ব্লকের রামনগর পঞ্চায়েতের বিরোধী দলনেতা বিজেপির শিশির বিশ্বাস। বুধবার বিডিও অফিসে পদত্যাগপত্র জমা দেন তিনি। এই পদত্যাগ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে নিজের দলের একাংশের কর্মীকেই দায়ী করেছেন বিজেপি নেতা। দলের বিধায়ক স্বপন মজুমদারের প্রতিও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। পদত্যাগ প্রসঙ্গে শিশিরবাবু বলেন, দীর্ঘদিন ধরে দলের একাংশের ক্ষোভের মুখে পড়তে হচ্ছিল। এমনকী দলের অভ্যন্তরেই নানা কুৎসা রটানো হচ্ছিল। এতে আমার সম্মানহানি হয়েছে। সেকারণেই পদত্যাগ করেছি। ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন পঞ্চায়েতের বিরোধী দলনেতা। রামনগর পঞ্চায়েতের মোট আসন ২১টি।
গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ১২ আসনে জয়ী হয়। ৯টি আসন পেয়েছিল বিজেপি। বিরোধী দলনেতা হন বিজেপির শিশির বিশ্বাস। সূত্র মারফত জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নিজের দলের একাংশের সঙ্গেই বনিবনা হচ্ছিল না শিশিরবাবুর। এদিন বিরোধী দলনেতার পদ থেকে পদত্যাগ করে দলের বিধায়ক ও একাংশের সদস্যদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এবিষয়ে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, শিশির বিশ্বাস দীর্ঘদিন ধরে বিরোধী দলনেতা ছিলেন। বর্তমানে বয়সের কারণে সেভাবে সময় দিতে পারছিলেন না। এই সময় দিতে না পারার কারণে স্থানীয় নেতৃত্বের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করতে পারেন। তবে তিনি পদত্যাগের বিষয়ে আমাকে বা দলকে কিছু জানাননি। আর পঞ্চায়েতের প্রধান আরতি খা বলেন, বিরোধী দলনেতা পদত্যাগ করেছেন বলে আমাদের জানিয়েছেন। তবে এটা ওই দলের অভ্যন্তরীণ বিষয়।