• ট্রেনে পাথর ছুড়ে গ্রেপ্তার ২
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: দুই দিন শিয়ালদহ দক্ষিণ শাখার মল্লিকপুর স্টেশনে দুষ্কৃতীদের ছোড়া পাথরের আঘাতে আহত হন দুই রেলযাত্রী। এই ঘটনায় মঙ্গলবার রাতে সোনারপুর জিআরপি তল্লাশি চালিয়ে মল্লিকপুর এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম শেখ রুবেল ও মহম্মদ আফ্রিদি। গত শনিবার সকাল সাতটা পনেরো মিনিট নাগাদ আপ শিয়ালদহ নামখানা লোকাল ট্রেনের গেটের কাছে দাঁড়িয়ে থাকা মিঠুন মণ্ডল নামে এক রেলযাত্রীর মুখে দুষ্কৃতীরা পাথর ছুড়ে মারে। তাঁর তিনটি দাঁত ভেঙে যায় ও উপরের ঠোটে সাতখানা সেলাই পড়ে। এরপর আবার সোমবার সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিট নাগাদ লক্ষ্মীকান্তপুর শিয়ালদহ ডাউন ট্রেন মল্লিকপুর স্টেশনে ঢুকলে দুষ্কৃতীরা ভেন্ডার কামরা লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছোড়ে। তাতে পেয়ারা বিক্রেতা হোসেন আলি লস্কর নামে এক ফল ব্যাবসায়ীর মাথা ফেটে যায়। এছাড়া আরও চারজন রেলযাত্রী অল্পবিস্তর আঘাত পান। পরপর দুই ঘটনায় রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয় মল্লিকপুর স্টেশনের উপর দিয়ে যাওয়া ট্রেনযাত্রীদের মধ্যে। 

    এদিকে, এর পরেই মঙ্গলবার বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুরে এসে কড়া বার্তা দেন। তিনি জানিয়েছিলেন, অবিলম্বে রেলযাত্রীদের লক্ষ্য করে পাথর ছোড়া দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তিনি রেল ও বারুইপুর পুলিস জেলার কর্তাদের সঙ্গে কথা বলে এই ব্যাপারে পদক্ষেপ করতে বলেন। অধ্যক্ষের এমন কড়া বার্তার পরেই মঙ্গলবার রাতে সোনারপুর জিআরপি জোরদার অভিযান চালিয়ে দু’জনকে ধরে। তবে রেলযাত্রীরা বলছেন, এরপরে মল্লিকপুরে পাথর ছোড়া বন্ধ হয় কি না, সেটাই এখন দেখার।
  • Link to this news (বর্তমান)