সংবাদদাতা, বনগাঁ: টানা বৃষ্টিতে ইছামতী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন ব্লক প্রশাসন। বনগাঁ ব্লক প্রশাসনের পক্ষ থেকে এনিয়ে তাই একাধিক পঞ্চয়েতকে সতর্ক করা হয়েছে। বুধবার বনগাঁর বিডিও পঞ্চায়েত প্রধানদের সতর্ক করেন। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইছামতী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। আগামীতে বৃষ্টি হলে নদী সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়তে পারে। ইতিমধ্যে নদীর তীরবর্তী এলাকায় থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং।
এবিষয়ে ধরমপুর পঞ্চায়েতের প্রধান তাপস মণ্ডল বলেন, ব্লক প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা পাওয়ার পরই নদীপাড়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের খাবারের ব্যবস্থাও করা হয়েছে। আর বিষয়টি নিয়ে পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, রোজ নদীর জল বাড়ছে। আমরা নদী পারের বাসিন্দাদের তাই সরিয়ে নিয়ে গিয়েছি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালে ইছামতীর জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এবার গতবারের তুলনায় ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে জলস্তর। মহকুমা প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে।