লেক এলাকায় স্কুলের সামনে থেকে শিক্ষিকার হার ছিনতাই
বর্তমান | ০৭ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার এক অভিজাত এলাকায় দিনের বেলায় স্কুলের সামনে থেকে শিক্ষিকার সোনার হার ছিনতাইয়ের ঘটনা ঘটল। তিনি গাড়ি থেকে নামামাত্র দুই দুষ্কৃতী পিছন থেকে এসে হার ছিনতাই করে পালিয়ে যায়। কয়েকদিন আগে রবীন্দ্র সরোবর থানা এলাকার কমলা গার্লস স্কুলের সামনে এই ঘটনা ঘটেছে। শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তের খোঁজ চলছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, কমলা গার্লস স্কুলের ওই শিক্ষিকা প্রতিদিনই গাড়ি করে কর্মস্থলে আসেন। কয়েকদিন আগে বেলা সাড়ে ১০টা নাগাদ তিনি গাড়ি থেকে নেমে মোবাইলে কথা বলতে বলতে স্কুলের দিকে যাচ্ছিলেন। দুই ছিনতাইবাজ যে পিছনে ছিল, বুঝতে পারেননি তিনি। স্কুলের গেটের কাছে আসতেই পিছন থেকে তাঁর গলার সোনার চেন ধরে টান দেয় অভিযুক্তরা। সেটি ছিনিয়ে নিয়েই দৌড়ে পালায় তারা। শিক্ষিকা চিৎকার করলেও কোনও লাভ হয়নি। প্রকাশ্যে জনবহুল এলাকায় স্কুলের সামনের এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওই শিক্ষিকা রীতিমতো ভয় পেয়ে যান। খবর পেয়ে আসে রবীন্দ্র সরোবর থানার পুলিস। শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে ছিনতাইয়ের কেস রুজু হয়। সিসি ক্যামেরার ফুটেজে দু’জনকে চেন ছিনতাই করে পালিয়ে যেতে দেখা গিয়েছে। কিন্তু তাদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের বক্তব্য, স্কুল টাইমে বা দিনের অন্য সময়ে এই এলাকায় পুলিসের দেখা মেলে না। পুলিসের টহলদারি ভ্যানও সবসময় চোখে পড়ে না। যদিও পুলিসের দাবি, এই এলাকায় স্কুল থাকায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভ্যান ঘুরে বেড়ায়। সন্দেহজনক কাউকে দেখলে তারা আটকও করে। ছিনতাইয়ের ঘটনায় কারা জড়িত, তার তদন্ত চলছে। অল্প সময়ের মধ্যে দুষ্কৃতীরা ধরা পড়বে বলে আশাবাদী পুলিসের কর্তারা।