• টেরিটি বাজারে আগুন, আতঙ্ক
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতের শহরে অগ্নিকাণ্ড। বুধবার রাত ৮টার কিছু পরে আগুন লাগে পোদ্দার কোর্টের বিপরীতে টেরিটি বাজারে। সেখানকার একটি বিল্ডিংয়ের দোতালায় ইলেকট্রিক জিনিসপত্রের গুদামে আচমকা আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। পরে আরও তিনটি ইঞ্জিন সেখানে আসে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তাঁদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে কোনওভাবে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় তা সহজেই ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। তবে দমকলের তৎপরতায় আগুন আশপাশের গুদামে ছড়িয়ে পড়েনি। রাতের দিকে টেরিটিবাজার প্রায় বন্ধ হয়ে গেলেও অনেক স্থানীয় বাসিন্দা সেখানে ছিলেন। অনেকে ওই বাড়িটিতে থাকেনও। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল তাঁদের মধ্যে। তবে দমকলের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)