নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদ্যাসাগর কলেজে এসএফআইয়ের মিছিল ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। বুধবার বিকেলের দিকে এসএফআইয়ের একটি মিছিল বিদ্যাসাগর কলেজ অভিমুখে রওনা হয়। সিপিএমের ছাত্র সংগঠন অবৈধ ইউনিয়নের অবসান, ইউনিয়ন ফি ফেরতের দাবিতে এই মিছিল করেছিল।
এসএফআইয়ের কলকাতা জেলার সম্পাদক দীধিতি রায় বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে গিয়েছিলাম। বলেছিলাম, কলেজ কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেব। কিন্তু বিদ্যাসাগর কলেজের ছাত্ররা যখন গেটে আমাদের পতাকা টাঙাতে যায়, তখন পুলিস ধস্তাধস্তি শুরু করে।’ তাঁর আরও অভিযোগ, ‘কলেজের গেটের ভিতর থেকে তৃণমূল ছাত্র পরিষদের লোকেরা আমাদের দিকে ইট ছোড়া শুরু করে। কলেজ কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কোনও কথা বলেননি।’ এদিকে কলেজ কর্তৃপক্ষ ওই ঝামেলার সময়েই বলতে থাকেন, এই মুহূর্তে কলেজে প্র্যাকটিকাল পরীক্ষা চলছে। তাই পরীক্ষা শেষে পড়ুয়াদের বেরনোর ব্যবস্থা তাঁরা পুলিসকে করতে বলেছেন। এই বিষয়ে এসএফআই নেতৃত্ব বলেন, ‘পরীক্ষার বিষয়ে আমরা কিছুই জানতাম না।’ এছাড়া কলেজ কর্তৃপক্ষকে ডেপুটেশন দেওয়ার বিষয়টিও আগে থেকে এসএফআই জানায়নি বলেই খবর। এসএফআইয়ের অভিযোগ, পুলিস তাঁদের একজনকে আটক করে জোড়াসাঁকো থানায় নিয়ে যায়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।
এই ঘটনায় কলেজ চত্বরে উত্তেজনা ছড়ায়। কলেজের বাইরে পুলিসি পাহারাও দেওয়া হয়। এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদ রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, শিক্ষাঙ্গণকে অশান্ত করে তুলেছে রাম-বাম। আগে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল রাম। এবার বামেরা ইট ছুড়েছে। এদিন কলেজে যে গন্ডগোল হয়েছে, তাতে আমাদের প্রশ্ন ওরা কি আদৌ ছাত্র? নৈরাজ্যসৃষ্টি করা হয়েছে।