• ঠাকুরপুকুরে সাড়ে ৫৫ লক্ষ টাকার ঋণ জালিয়াতিতে গ্রেপ্তার আরও ২
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঠাকুরপুকুরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রায় সাড়ে ৫৫ লক্ষ টাকার ঋণ জালিয়াতি মামলায় নতুন করে আরও দু’জনকে গ্রেপ্তার করল লালবাজার। মঙ্গলবার বিকেলে প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে লালবাজার এই দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম অমিত বৈদ্য এবং মানস ভৌমিক। ফলে এই মামলায় এখনও পর্যন্ত মোট ছ’জনকে গ্রেপ্তার করা হল। কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।

    উল্লেখ্য, এই ঋণ জালিয়াতি কাণ্ডে ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে লালবাজার আগেই চারজনকে গ্রেপ্তার করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে অমিত ও মানসের নম জানতে পারেন তদন্তকারীরা। লালবাজারের দাবি, ব্যাঙ্কে ভুয়ো নথি পেশ করে ঋণ নিয়ে গাড়ি কিনে তা বিক্রির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল এই দু’জন।

    প্রাথমিক তদন্তের ভিত্তিতে লালবাজারের দাবি, ব্যাঙ্কে জাল নথি পেশ করে সাড়ে ৫৫ লক্ষ টাকা ‘কার লোন’ নিয়ে একাধিক গাড়ি কেনা হয়েছিল। পরে সেই গাড়ি বিক্রি করে দেওয়া হয়। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ে ব্যাঙ্ক। তারপরই ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার।
  • Link to this news (বর্তমান)